আমির হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আবার অন্যজন কিংবদন্তি শ্রীদেবী। ভারতীয় সিনেমার ইতিহাসে দুজনেই উজ্জ্বল নক্ষত্র। আমির খান যেমন তাঁর সিনেমার প্রতি আবেগ ও কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত, ঠিক তেমনই শ্রীদেবী সবসময় তাঁর দুর্দান্ত অভিনয় ও সৌন্দর্যের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। এই দুজনেরই সিনেমার দুনিয়ায় নিজস্ব জায়গা রয়েছে। আমির খান যেমন সুপারস্টার, ঠিক তেমনই শ্রীদেবী ছিলেন ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও, এই সুপারস্টার কখনও একসঙ্গে কাজ করেননি। এরজন্য দায়ী ছিলেন আমির খান।
'কয়ামত সে কয়ামত তক' ছবির হাত ধরেই তারকাখ্যাতি পেয়েছিলে আমির খানন। পরবর্তী সময়েও অভিনেতা নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। আমির তারকা হয়ে ওঠেন তাঁর সিনেমার প্রতি তার ভালোবাসা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য। নিজের দক্ষতার বারবার প্রমাণ দিয়ে তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির মিস্টার পারফেকশনিস্ট।
তবে জানা যায়, ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই তৎকালীন মহিলা সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চাননি আমির। আর এর কারণ ছিল আমিরের উচ্চতা। আমির নিজেই বলেছিলেন যে শ্রীদেবীর সঙ্গে আমায় মানাত না, কারণ আমি ওঁর থেকে অনেকটাই বেঁটে। আমিরের কথায়, আমার আর শ্রীদেবীর জুটি সিনেমার পর্দায় মানাবে না। কারণ, শ্রীদেবীকে তাঁর চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হবে। যদিও আমির শ্রীদেবীকে একজন দারুণ অভিনেত্রী বলেই মনে করতেন এবং তাঁকে শ্রদ্ধাও করতেন, তবুও তিনি কখনওই তাঁর সঙ্গে জুটি বাঁধতে চাননি।
আরও পড়ুন-রবি ঠাকুরের 'বলাই'-এর হাত ধরেই ফের একবার ছবি পরিচালনায় ফিরছেন প্রভাত রায়, গান লিখবেন সুমন
তবে একসঙ্গে সিনেমা না করলেও আমির-শ্রীদেবী একসঙ্গে একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন। তবে আমির খান হয়তো শ্রীদেবীর সঙ্গে কাজ না করলেও সম্প্রতি তাঁর ছেলে জুনেদ খানের নায়িকা হয়েছেন শ্রীদেবী কন্য খুশি। বনি-শ্রীদেবীর ছোটমেয়ের সঙ্গে জুটি বেঁধে 'লাভিয়াপ্পা' ছবিতে অভিনয় করেন জুনেদ। ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সাালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। ঠিক কীভাবে মৃত্যু হল, সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে ঠিক কী ঘটেছিল, তার উত্তর এখনও মেলেনি।