২০২৪ বছরটা যেন সত্যিই ভালো যাচ্ছে না। বছরের শুরু থেকেই আসছে একের পর এক মৃত্যুর খবর। শনিবার ফের একটা খারাপ খবরে মন খারাপ বিনোদন দুনিয়ার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নৃত্যশিল্পী সুনীল যাদবের। মাত্র ৩৭ বছর বয়সেই চলে যেতে হল সুনীলকে। জানা যাচ্ছে, মারাঠি ছবি ‘বীর গর্জা বাজি’- র মহড়া সময় তিনি হৃদয়রোগে আক্রান্ত হন।
জানা যাচ্ছে, প্রয়াত শিল্পীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফাররা। নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার রাজ সুরানি, যিনি কিনা সেটে নৃত্যশিল্পীদের সঠিক খাবার, পারিশ্রমিকের জন্য লড়াই করছেন, তিনিও এক্ষেত্রে সুনীল যাদবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাজ সুরানি জানান, 'আমরা প্রায় ১.২৫ লক্ষ টাকা সংগ্রহ করেছি এবং আরও সংগ্রহ করব। আমরা এই টাকা সুনীল যাদবের পরিবারের হাতে তুলে দেব।'
আরও পড়ুন-মতপার্থক্য! সুরজ বরজাতিয়ার ছবি থেকে সরলেন সলমন, কী ঘটেছে? ভাইজানের জায়গা নিচ্ছেন কে
আরও পড়ুন-'সেদিন ও আমার হাতে ৫০হাজার টাকা তুলে দেয়', কেন ফাহাদের প্রেমে পড়েন? নিজেই জানালেন স্বরা
রাজ সুরানির কথায়, ‘আমি নিজেও একজন নৃত্যশিল্পী ছিলাম, অনেক ছবিতে কাজ করেছি। আমার মনে হয় নৃত্যশিল্পীদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে তাঁদের একটা নিজস্ব জীবন আছে। আর তাই নিজেদেরকে সুরক্ষিত করতে নাচের পাশাপাশি বিকল্প ক্যারিয়ারও প্রয়োজন। এছাড়াও, ফিটনেস গুরুত্বপূর্ণ, প্রয়োজন স্বাস্থ্যকর ডায়েট। কারণ তাদের ১২-১৩ ঘন্টা রিহার্সাল করতে হয়। এই কারণে পর্দায় হয়ত দেখতে ভালো লাগে, তবে আমাদের জন্য এই বিষয়টা কঠিন।’