
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিজেপির বিরুদ্ধে সম্মুখসমরে লড়তে হবে তাঁকে।তাই ভোট যুদ্ধের প্রস্তুতি হিসাবে করোনার টিকা নিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল বলেই সূত্রের খবর।ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমা মমতা বন্দোপাধ্যায়ের সবুজ সংকেতও পেয়েছেন তিনি। তাই বিজেপি—র বিরুদ্ধে ভোটের ময়দানে কোমর বেঁধে নামার আগে শারীরিক রক্ষাকবচ হিসাবে করোনার প্রতিষেধক নিলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা এই অভিনেতা।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ ১০ বছর অতিক্রান্ত হলেও কোনও ছবির পরিচালনার দায়িত্ব হাতে নিইনি আমি।প্রথমে ভেবেছিলাম রাজনীতি ছেড়ে আবার নিজের পেশার মূল স্রোতে ফিরে যাব।কিন্তু বর্তমানে নির্বাচনের যা অবস্থার সৃষ্টি হয়েছে, সেকারণে মমতা দিদি আমাকে যেতে দেননি।তাই আমিও নিজেকে ভোট যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করলাম।’
চিরঞ্জিৎবাবু আরও জানিয়েছেন, ‘ করোনার টিকা নেওয়ার পর তাঁর জ্বর কিংবা ব্যথা কোনওটাই হয়নি।শুধু তাই নয়, যেহেতু ভোটের প্রচারে তাঁর সবসময়ের সঙ্গী হিসাবে গাড়ির চালকও থাকবেন, সেজন্য তাঁকেও করোনা টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন চিরঞ্জিতবাবু।
২১—এর নির্বাচনে সব থেকে উল্লেখ্যযোগ্য বিষয় হল, এবারে ভোটের ময়দানে নামছেন একগুচ্ছ টলি তারকারা। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিতে টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতা—অভিনেত্রীরা যোগ দিয়েছেন।তবে এবারের নির্বাচনের আগে মুড়ি মুড়কির মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলিতে যোগ দিতে বা দলবদলের এই হিড়িক, বিস্মিত করেছে সিলভার স্ক্রিনের কুশীলবদের।
এপ্রসঙ্গে চিরঞ্জিতবাবু বলেন, ‘ আজ আর বাংলা ছবির তেমন প্রচলন নেই।এই পরিস্থিতিতে টাকা ও গ্ল্যামারে অভ্যস্ত আমার সহকর্মীরা রাজনীতিতে যোগ দিচ্ছেন, তাতে কোনও দোষ দেখছি না।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports