
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২১ সালের বিধানসভা ভোটের আগে কালীঘাটে প্রায় রোজকার অতিথি ছিলেন প্রশান্ত কিশোর। এই ভোটকুশলীর সঙ্গে মিলেই বিজেপিকে বিধানসভা ভোটে 'কচুকাটা' করেছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই প্রশান্ত কিশোরই এবার তৃণমূলকে নিয়ে বললেন, 'বাংলায় বিজেপিকে ফিরে আসতে দিয়েছে তৃণমূল।' তাঁর আরও ভবিষ্যদ্বাণী, তৃণমূল কংগ্রেসের কঠিন সময় আসতে চলেছে। উল্লেখ্য, সম্প্রতিয় দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর এই সব কথা বলেন। পিকে বলেন, 'বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে আমি এখনই কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে বেশিরভাগ লোক যা ভাবছে, তার বিপরীতে গিয়ে আমি এটা বলতে চাই যে বিজেপি খুব সম্ভাবত তৃণমূল কংগ্রেসের চেয়ে ভালো করবে। বাংলা থেকে বিজেপির ফলাফল আশ্চর্যজনক ভাবে ভালো হবে। এর জন্য প্রস্তুত থাকুন।' (আরও পড়ুন: 'দেড় কোটি নয়, ৩-৬ লাখ আবেদন করবেন CAA-তে', দাবি মুখ্যমন্ত্রীর, অভিযোগ NRC নিয়ে)
আরও পড়ুন: কারও পৌষ মাস, কারও সর্বনাশ! ১৭% বেতন বেড়েছে কর্মীদের, এরপরই LIC-র শেয়ার দরে পতন
প্রশান্ত কিশোর বলেন, 'আমি যখন বলছি যে বিজেপি এবারও সর্ববৃহৎ দল হিসেবে সরকার গড়বে, তখন অনেকেই আমাকে বলতে পারেন যে আমি বিজেপির এজেন্ট হয়ে গিয়েছি। তবে আমি যদি বিজেপির উত্থানের কথা না বলি, তাহলে প্রফেশনাল হিসেবে আমি সৎ নই। আমি কোনও দলের মুখপাত্র তো নই। আমাকে কোনও দল বলে দেয় না কী বলতে হবে। এটাই ফ্যাক্ট। আগামী একমাস হয়ত এর জন্য ওয়াইএসআরসিপি আর তৃণমূলের লোকেরা আমাকে বিজেপির এজেন্ট বলবে। তবে ফল দেখে নেবেন।' (আরও পড়ুন: বকেয়ার আশায় ৮ বছরের লড়াই, বাংলার সরকারি কর্মীদের কতটা 'লাভ' ঝুলে ডিএ মামলায়?)
আরও পড়ুন: লক্ষ্য 'মেট্রোযোগ', ধর্মতলার বাস টার্মিনাল যাবে 'আন্ডারগ্রাইন্ড',সমীক্ষায় RITES?
আরও পড়ুন: মৃত বেড়ে ৯, গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করায় ফিরহাদের বিরুদ্ধে কমিশনে BJP
উল্লেখ্য, ২০২১ সালে যখন বিজেপিকে নিয়ে অনেকের মনে অনেক জল্পনা, তখন প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বিজেপি যদি বাংলায় ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারে, তিনি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন। তাঁর সেই কথা মিলে গিয়েছিল। আর এহেন প্রশান্ত কিশোরেরই কথায়, 'বাংলায় বিজেপি দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াবে। তৃণমূল সমর্থকদের জন্য তা খুব হতাশাজনক হবে সেটা। কারণ ২০২১ সালে বিজেপি ফালাফালা হয়ে গিয়েছিল বাংলায়। তবে তৃণমূল বিজেপিকে ফিরে আসতে দিয়েছে। আর এখন বাংলায় তৃণমূলের জন্য খুবই খারাপ সময় আসতে চলেছে বলে আমার মনে হয়।' এদিকে বাংলার পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যেও বিজেপি ক্রমেই নিজেদের পায়ের তার জমি শক্ত করছে বলে দাবি করেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, এখনই এই সব রাজ্যে আসন সংখ্যা বৃদ্ধি নাও পেতে পারে, তবে ভোটের হার বাড়ছে। তাই ৫ বছর হোক কি ১০ বছর, এই সব রাজ্যেও বিজেপি শক্তিশালী হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports