বিরাট কোহলি নাকি শাহরুখ খানের জামাই! সে কথা নিজেই জানিয়েছেন আবার কিং খান। আর এই নিয়েই ঝড় উঠেছে নেটপাড়ায়। তবে কি শাহরুখ মনে মনে মেয়ের বর হিসাবে কোহলিকে চাইছেন?
শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘আস্ক মি’ সেশনের পরে ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন নিজের মন্তব্যের হাত ধরে। বুধবার এক্স হ্যান্ডলে শাহরুখ খান তাদের ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হ্যাশট্যাগ আস্কএসআরকে (#AskSRK) লিখে ভক্তরা নানা প্রশ্ন রাখছিলেন। বাছাই প্রশ্নের উত্তর দেন কিং খান।
আরও পড়ুন: প্রথম চার নয়, চ্যাম্পিয়ন হতে প্রত্যয়ী বাবররা সাত বছর বাদে এলেন ভারতে- ভিডিয়ো
এক ভক্ত শাহরুখ খানকে লিখেছেন, ‘বিরাট কোহলি সম্পর্কে কিছু বলুন, কারণ রোজই আমরা দেখছি আপনাদের ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে ৷ কোহলিকে নিয়ে জওয়ান স্টাইলে কিছু বলুন ৷’ প্রসঙ্গত, কে বেশি জনপ্রিয়? শাহরুখ খান নাকি বিরাট কোহলি? এই নিয়ে বারবার নেটপাড়ায় লড়াই হয়ে থাকে শাহরুখ এবং কোহলি ভক্তদের মধ্যে ৷
শাহরুখ খান এর উত্তরে লিখেছেন, ‘আমি @imVkohli-কে ভালোবাসি। ও আমার খুব আপন। এবং আমি সব সময়ে ওর ভালোর জন্য প্রার্থনা করি....ভাই ও আমার জামাইয়ের মতো।’
অনুষ্কা শর্মার জন্য শাহরুখ এই মন্তব্য করেছেন। অনুষ্কাও কিং খানের কাছের। সেই হিসাবেই বিরাট কোহলিকে জামাই বলে অভিহিত করেছেন তিনি।
অন্য একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন, ‘স্যার ভারতের হয়ে বিশ্বকাপ জেতার জন্য এল দ্য বেস্ট বলুন।’ এর উত্তরে তিনি বলেন, ‘ইন্ডিয়াআআআ…..ইন্ডিয়াআআ। ছেলেদের জন্য শুভকামনা... একটি দুর্দান্ত বিশ্বকাপ হোক!! শুভকামনা।’
শাহরুখ খান যখন এই মন্তব্য করেছেন, তখন বিরাট কোহলি রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ব্যস্ত। যে ম্যাচটি অবশ্য হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। টানা পাঁচটি ওডিআই হারের পর, ষষ্ঠ ম্যাচে জয় পেল অজিরা।
আরও পড়ুন: 2023 World Cup-এর পরেই ODI ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নবীনের, মাত্র ২৪ বছর বয়সেই কেন এই সিদ্ধান্ত?
মাঝে অস্ট্রেলিয়ার ইনিংসের সময়ে যখন কুলডাউন ব্রেক চলাকালীনই বিরাট কোহলিকে নাচতে দেখা গিয়েছিল। যে ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়ে যায়। তখন স্টিভ স্মিথ ও মার্নাস ল্যাবুশেন ব্যাট করছিলেন। সেই সময়ে স্টিভ স্মিথ চেয়ারে বসেছিলেন। তাঁর মাথায় একজন আইসপ্যাক ধরে ছিলেন। আর ল্যাবুশেন সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে গিয়েই বিরাট কোহলি নাচতে নাচতে মজা করে ল্যাবুশেনের পেটে খোঁচা দেন।