জায়ান্ট স্ক্রিন, স্পাইডার ক্যাম, লাইট শো হয়ে গিয়েছে। এবার কীভাবে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করা হবে? তা নিয়ে কম উত্তেজনা ছিল না। আর সেই প্রত্যাশার ‘চাপের’ মুখে একেবারে ছক্কা হাঁকালেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর দলের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। সেইসঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের বিশেষ বার্তা দিলেন ‘মাস্টার ব্লাস্টার’। যিনি ১২ বছর আগে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দেশের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন।
এমনিতে আগের ছ'টি ম্যাচের মতোই বৃহস্পতিবার ভারতের সেরা ফিল্ডার কে হবেন, কে মেডেল পাবেন, তা নিয়ে হইচই হচ্ছিল। সোশ্যাল মিডিয়া তো কোন ছাড়, বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের অনুষ্ঠানের সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গারও সেই আলোচনা থেকে দূরে থাকতে পারেননি। ম্যাচের পর সাক্ষাৎকারের সময় শুভমন গিলকে সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু সেই উত্তর তো দিনের দিন পাওয়া যায় না। ম্যাচের পরের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর শুক্রবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে ভিডিয়ো পোস্ট করে জানানো হয়েছে, এবার সেরা ফিল্ডারের মেডেল পেয়েছেন শ্রেয়স আইয়ার।
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে প্রতিবারের মতো এবারও মেডেল সেরিমনি ঘিরে উন্মাদনায় ফুটতে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। তুমুল হর্ষধ্বনির মধ্যে কথা বলতে শুরু করেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। সেই মুহূর্তের ভিডিয়ো করতে থাকেন বিরাট কোহলিও। তারইমধ্যে কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার প্রশংসা করেন ভারতের ফিল্ডিং কোচ। শ্রেয়সকে তো সরাসরি ‘সাইলেন্ট স্নাইপার’ বলে দেন। সেইসঙ্গে ওয়াংখেড়েতে প্রবল রোদের মধ্যে ব্যাটিং করার পর যেভাবে ভারতীয়রা ফিল্ডিং করেছেন, তারও প্রশংসা করেন দিলীপ।
আর তারপর আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ভারতীয় দলের ফিল্ডিং কোচ জানান যে এবারের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করবেন একজন ‘লেজেন্ড’। সেইমতো ড্রেসিংরুমের টিভির পর্দায় ভেসে ওঠে সচিনের ভিডিয়ো। সেই বার্তায় টিম ইন্ডিয়ার প্রশংসা করেন সচিন। ভারত যাতে বিশ্বকাপ জেতে, সেই শুভেচ্ছা বার্তাও দেন। আর একেবারে শেষে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন সচিন। তিনি জানান যে এবার সেরা ফিল্ডারের মেডেল পাচ্ছেন শ্রেয়স।
নিজের নাম শুনে উচ্ছ্বাস ফেটে পড়েন শ্রেয়স। নাচতে থাকেন তিনি। তা দেখে হাসতে-হাসতে তাঁকে জড়িয়ে ধরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তারইমধ্যে অন্য খেলোয়াড়রাও উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। তুমুল হাততালি দিতে থাকেন তাঁরা। কেউ-কেউ দিতে থাকেন 'সিটি'। তারপর শ্রেয়সকে মেডেল পরিয়ে দেন কেএল রাহুল। শ্রেয়সের গোঁফে ‘তা’ দিয়ে দেন ভারতের তারকা উইকেটকিপার। যিনি ইংল্যান্ড ম্যাচে সেই মেডেল জিতেছিলেন।
তারইমধ্যে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করায় সচিনকে ধন্যবাদ জানান রোহিত। সচিন এবং নিজের ঘরের মাঠে শ্রীলঙ্কাকে দুমড়ে দেওয়ার পরে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য সময় বের করে নেওয়ায় এবং শ্রেয়স আইয়ারকে সংবর্ধিত করায় সচিন পাজিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পাজি।’
আরও পড়ুন: ICC World Cup 2023: সকলেই ‘হিরো’, পার্টনারশিপ বোলিং- কোন ৭ কারণে বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ জয় পেল ভারত?