রোহিত শর্মার নেতৃত্বে ১৭ বছর পর ফের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দঃ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অসমাপ্ত কাজটাই সেড়ে ফেলে মেন ইন ব্লুজরা। ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটে হিটম্যানের হাত ধরে।
আরও পড়ুন-প্লিমারকে আউটের পর অভিনব সেলিব্রেশন! নজর কাড়ল ‘আর্সেনাল ফ্যান’ শোভানার সেলিব্রেশন…
টি২০ বিশ্বকাপ ফাইনাল একটা সময় এমন পরিস্থিতিতে চলে গেছিল, যেখান থেকে দেখে মনে হয়েছিল দঃ আফ্রিকা অনায়াসে এই ম্যাচ জিতে নেমে। এনরিখ ক্লাসেন যে ছন্দে ছিলেন, তাতে সেটা ভাবাই স্বাভাবিক। কিন্তু সেই সময়ই অনেকটা অস্ট্রেলিয়ার পন্থাই গ্রহণ করতে হয়েছিল ভারতকে, রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন-আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! বিশ্বকাপজয়ী অধিনায়করা ধরা দিলেন একই ফ্রেমে!
অস্ট্রেলিয়ানরা বরাবরই কঠিন পরিস্থিতিতে পড়লে অত্যাধিক স্লেজিং করে থাকে বিপক্ষ দলকে। জেতার জন্য যে কোনও কিছুই করতে পারে তাঁরা। ১৭ বছরের টি২০ বিশ্বকাপ জয়ের খরা কাটানোর জন্য রোহিত শর্মাও ছেলেদের ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন দঃ আফ্রিকার ক্রিকেটারদের স্লেজিং করার জন্য়, সম্প্রতি কপিল শর্মার শোতে এসে সেকথাই স্বীকার করে নিয়েছেন হিটম্যান।
ভিডিয়ো- রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই…
ভারতীয় ক্রিকেটে বরাবরই চর্চিত এক প্রবাদ ‘থালা ফর আ রিজন’। তবে এই প্রবাদ যে পরবর্তীকালে ‘শানা ফর আ রিজনে বদলাবে না’, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ অধিনায়ক রোহিত শর্মাও যে নিজের ক্ষুরধার বুদ্ধি দিয়ে ম্যাচ বের করার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই। আর সেটাই বোঝা গেল কপিল শর্মার শোতে, হিটম্যানের কথা শুনে।
রোহিত শর্মা বললেন, ‘একটা সময় এসেছিল, যখন ম্যাচে যা কিছু হতে পারত। আমরাও বেশ চিন্তায় ছিলাম। তখন ছেলেদের আমি বলে দিয়েছিলাম, যার যা ইচ্ছা বলো। দঃ আফ্রিকার ক্রিকেটারদের তখন আমরা মাঠে দু-চার কথা বলি, যেগুলো আমি এখানে বলতে পারব না। ছেলেদের বলেছিলাম, এখন ম্যাচটা জেতা জরুরি। তাতে ২-১টা ফাইন লাগলে লাগবে। যা ইচ্ছা, বিন্দাস বলে নাও। পরে আম্পায়ার আর রেফারির বিষয়টা আমি দেখে নেব ’।
শেষ পর্যন্ত ২০০৭ সালের পর ফের টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারতীয় দল। ফাইনালে দঃ আফ্রিকাকে টানটান থ্রিলারে ৭ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের পরই অবশ্য সমর্থকদের হতাশ করে টি২০ থেকে অবসর ঘোষণা করেন দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।