পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোন দলে খেলবেন নাসিম শাহ? তা নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রসিকতায় মাতলেন শাদাব খান এবং নাসিম। শাদাবের পোস্ট করা একটি ছবি নিয়ে পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে ট্রোল করার চেষ্টা করেন তারকা পেসার। তাও আবার যে সে ভাবে নয়, একেবারে শাহরুখ খানের ‘ম্যা হুঁ না’ গানের লাইন ব্যবহার করে শাদাবকে ট্রোল করতে যান নাসিম। তাতে থেমে থাকেননি শাদাবও। পুরনো একটি ভিডিয়ো পোস্ট করে ‘ছক্কা’ হাঁকান পাকিস্তানের তারকা অলরাউন্ডার। যে ভিডিয়োয় শাদাবের চুল ঠিক করে দিতে দেখা গিয়েছে নাসিমকে। আর সঙ্গে ‘ম্যা হুঁ না’ গানও বাজছে। যে ট্রোলের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শাদাব ও নাসিমের খুনসুটিতে মজেছে নেটপাড়া।
দু'জনের মধ্যে সেই ট্রোলের কাহিনী শুরু হয় শাদাবের একটি পোস্ট ঘিরে। শুক্রবার রাত ১১ টার পরে নিজের 'এক্স' অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন শাদাব। তাতে লেখেন, ‘অপেক্ষা।’ ওই ছবিতে শাদাবকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি পরেছিলেন। যে দলে সম্ভবত আসতে চলেছেন নাসিম। একাধিক রিপোর্ট অনুযায়ী, পিএসএলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ট্রেডের মাধ্যমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স থেকে শাদাবের দলে আসতে চলেছেন পাকিস্তানের তারকা বোলার।
আরও পড়ুন: ভিডিয়ো: অস্ট্রেলিয়ায় পৌঁছে কুলির ভূমিকায় রিজওয়ান-বাবররা! নিজেদের লাগেজ নিজেরাই ট্রাকে তুললেন
সেই পরিস্থিতিতে শাদাবের পোস্ট ঘিরে হইচই শুরু হয়। পাকিস্তানি নেটিজেনদের মনে হয়, নাসিম যে ইসলামাবাদে আসছেন বলে জল্পনা চলছে, তাতে ঘুরিয়ে সিলমোহর দিয়ে দিলেন শাদাব। আর সেই জল্পনা আরও বৃদ্ধি পায় নাসিমের উত্তরের পরে। শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘ম্যা হুঁ না’-র জনপ্রিয় গানের লাইন তুলে ধরে নাসিম বলেন, ‘কিসকা হ্যা ইয়ে তুমকো ইনতেজার? (কার জন্য অপেক্ষা করছ?)’
আর নাসিমের সেই টুইটের পালটা দেন শাদাবও। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একটি ভিডিয়ো পোস্ট করেন পাকিস্তানের তারকা। ভিডিয়োর সঙ্গে ‘ম্যা হুঁ না’-র গানই যুক্ত করে দেন। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ইন্টারভিউয়ের জন্য দাঁড়িয়ে আছেন শাদাব। আর সেইসময় তাঁর চুল ঠিক করে দিচ্ছেন নাসিম। সঙ্গে শাদাব লেখেন, 'তুম হো না? (তুমি আছো তো?)'
সোশ্যাল মিডিয়ায় শাদাব ও নাসিমের সেই রসিকতার মধ্যেই পিএসএলে কোন দলে খেলবেন পাকিস্তানি পেসার, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আপাতত সরকারিভাবে ঘোষণা করা না হলেও তিনি ইসলামাবাদে যোগ দিচ্ছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যে নাসিমকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পিএসএলে নিজের প্রতিভার পুরোটা মেলে ধরতে পারেননি। ২৯টি ম্যাচে নিয়েছেন ২৬টি উইকেট। তার মধ্যে ন'টি উইকেট এসেছিল ২০২২ সালের দুটি ম্যাচে। তাছাড়া যে চোটের জন্য একদিনের বিশ্বকাপে খেলতে পারেননি নাসিম, তা কাটিয়ে পুরো পিএসএলে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে।
আরও পড়ুন: WTC Points Table: ভারতকে টপকে WTC-তে দুইয়ে উঠল বাংলাদেশ! থাকল ঠিক পাকিস্তানের নীচে- পয়েন্ট তালিকা