মহম্মদ রিজওয়ানের ইংরেজি বলার ধরণ নিয়ে ব্র্য়াড হগের মস্করাকে মোটেও ভালো চোখে দেখছে না পাক ক্রিকেটমহল। রীতিমতো নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই রেশ কাটার আগেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে আরও একটি সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো, যেখানে রোহিত শর্মাকে বিদ্রুপ করা হয় পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের তরফে।
মুলতান সুলতানসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়, যেখানে পিএসএলের ম্যাসকটকে রোহিত শর্মার মিমিক্রি করতে দেখা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ককে যেভাবে কথা বলতে দেখা গিয়েছিল, পিএসএলের ট্রফি নিয়ে ম্যাসকটকেও ঠিক তেমনই অঙ্গভঙ্গি করতে দেখা যায় ভিডিয়োয়। উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মার কণ্ঠস্বর ব্যবহার করা হয় ভিডিয়োর সঙ্গে।
রোহিতের ভুলো মনের যথার্থ পরিচয় পাওয়া গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সাংবাদিক সম্মেলনে। তিনি যে কোন ট্রফি জিতেছেন, সেই নামটাই তৎক্ষণাৎ মনে করতে পারেননি হিটম্যান। কতটা কষ্ট করতে হয় মিনি বিশ্বকাপ জিততে, সেকথাও রোহিত ইঙ্গিতেই জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে, শব্দে প্রকাশ করতে পারেননি।
আরও পড়ুন:- KKR vs RCB Weather Updates: সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা, ভেস্তে যাবে না তো ইডেনের IPL মহারণ? আবহাওয়া কী বলছে?
এক্ষেত্রে মুলতান সুলতানসের শেয়ার করা ভিডিয়োয়, রোহিতের সেই দিকটিকেই ব্যঙ্গ করা হয় বলে ধারণা নেটিজেনদের। অবশ্য এক্ষেত্রে রোহিতকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বলেও মত অনেকের। স্বাভাবিকভাবেই পিএসএল ফ্র্যাঞ্চাইজির এমন কাজের নিন্দা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- KKR vs RCB, IPL 2025: এল ক্লাসিকোয় কি একতরফা চাপ থাকে? বন্দুকের নল নাইট রাইডার্সের দিকেই ঘুরিয়ে দিলেন আরসিবি কোচ
এক নেটিজেন ভিডিয়োটির প্রতিক্রিয়ায় লেখেন যে, ব্র্যাড হগের সোশ্যাল মিডিয়া পোস্ট যেমন নিন্দনীয়, ঠিক তেমনই নিন্দনীয় আচরণ মুলতান সুলতানসের। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক এক্ষেত্রে বডি শেমিংয়ের শিকার হয়েছেন। অনেকে আবার পিএসএল ফ্র্যাঞ্চাইজির উপরে বেজায় ক্ষাপ্পা ভিডিয়োয় রোহিতের কণ্ঠস্বর ব্যবহার করায়।
আরও পড়ুন:- Financial Scam By Pak Player: বিশ্বকাপের সময় ব্যাট কিনে পয়সা দেননি পাক তারকা! ফোনও ধরছেন না দোকান মালিকের- গুরুতর অভিযোগ
কমবেশি সকলেরই মত যে, এমন ভিডিয়ো মুলতান ফ্র্যাঞ্চাইজির অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দেয়। ভারতীয় সমর্থকদের অনেকেই অবশ্য রীতিমতো গালিগালাজ শুরু করে পিএসএল ফ্র্যাঞ্চাইজিকে। অনেকেই রোহিতকে এক্ষেত্রে 'পাকিস্তানের বাপ' বলে তুলে ধরতেও কুণ্ঠা বোধ করেননি।
আরও পড়ুন:- RR Squad And Fixtures: ১৭ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া রয়্যালস, IPL 2025 শুরুর আগে দেখুন রাজস্থানের স্কোয়াড ও সূচি