বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। তবে নিজের বোলিংয়ে গোটা দুনিয়াকে মুগ্ধ করেছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্যাচে চোট পান তিনি। যেই কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে দেখা যায়নি তাঁকে। এরপরেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উদ্বেগ দেখা দিয়েছে। সামনের মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা খেলতে নামবে ভারত। তার আগে বুমরাহের সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি। সম্প্রতি দুরন্ত ফর্মে রয়েছেন এই ভারতীয় পেসার। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকর ট্রফিতে ৯ ইনিংসে বল করে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৪-এ টেস্ট ক্রিকেটে ২৬ ইনিংসে বল করে ৭১ উইকেট নিয়েছিলেন তিনি, গড় ১৪.৯২।
কতটা গুরুতর বুমরাহের চোট?
সিডনিতে দ্বিতীয় দিনের খেলার সময় চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দ্রুত সেই সময় মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিভাবে মনে করা হচ্ছিল পিঠে খিঁচ ধরেছে তাঁর। এরপরে ফিরে আসেন ড্রেসিংরুমে। সবাই ভেবেছিলেন হয়তো ঠিক আছেন বুমরাহ। কিন্তু উদ্বেগ বাড়ে তৃতীয় দিনে। রবিবার তাঁকে ছাড়াই বোলিং করতে হয় ভারতকে। PTI সূত্রে জানা যাচ্ছে, বুমরাহের চোট কোন পর্যায়ের সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চলবে তাঁর। যদি গ্রেড ওয়ান ক্যাটাগরির চোট হয়, সেক্ষেত্রে খেলায় ফেরত আসার আগে কমপক্ষে ২-৩ সপ্তাহ রিহ্যাবে কাটাতে হবে তাঁকে। যদি গ্রেড টু ক্যাটাগরির চোট হয়, সেক্ষেত্রে সেরে ওঠার জন্য ৬ সপ্তাহের প্রয়োজন হতে পারে। গ্রেড থ্রি ক্যাটাগরির চোট হলে তা বেড়ে ৩ মাস হতে পারে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই বুমরাহ:
এসবের মাঝে বুমরাহকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ম্যানেজমেন্ট। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে পুরো ফিট করে তুলতে চাইছে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। সিরিজ শুরু হবে চলতি মাসের ২২ জানুয়ারি থেকে। প্রথমে ৫টি টি-২০ ম্যাচ খেলা হবে। এরপর ওডিআই সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। বর্তমান পরিস্থিতিতে যদি ধরেও নেওয়া যায় বুমরাহের চোট গ্রেড ওয়ান ক্যাটাগরির, তবে টি-২০ সিরিজে তাঁকে পাওয়া অসম্ভব। গ্রেড ২ হলে ওডিআই সিরিজও মিস করতে হবে তাঁকে। গ্রেড ৩ হলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়তে হতে পারে তাঁকে। তবে সবাই আশা করছেন যে বুমরাহের চোট খুব বেশি গুরুতর আকার নেবে না।