ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান কেএল রাহুলের প্রতি ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) তার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। ২০২৫ সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার।
মিচেল স্টার্ক ফ্যানাটিক্স টিভির ইউটিউব চ্যানেলে বলেন, ‘কেএল রাহুল ভারতের ‘মিস্টার ফিক্স-ইট’। যেখানে প্রয়োজন, তিনি সেখানেই খেলতে পারেন। ওপেনিং করেছেন, মিডল অর্ডারে খেলেছে, ৬ নম্বরে নেমেছে, উইকেটকিপিং করেছেন, ফিল্ডিং করেছেন, তিনি সব কিছুই করেছেন। ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওর সঙ্গে খেলার জন্য আমি সত্যিই উচ্ছ্বসিত।’
আরও পড়ুন … IML T20: ৩০ বলে ৫৯ রান! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন যুবরাজ সিং, মারলেন ৭টা ছক্কা
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাহুল। বর্তমানে রাহুল ভারতের টি-টোয়েন্টি দল থেকে কিছুটা বাইরে রয়েছেন এবং টেস্ট দলেও তিনি খুব একটা নিয়মিত নন। তবে তিনি ওডিআই ফরম্যাটে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য। সম্প্রতি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কেএল রাহুল।
তিনি নম্বর ৬-এ ব্যাট করে ১৪০ রান করেন, স্ট্রাইক রেট ছিল ৯৭.৯০। পাঁচ ইনিংসে ব্যাটিং করে তিনবার অপরাজিত ছিলেন, যার মধ্যে ফাইনাল ম্যাচেও অপরাজিত ছিলেন ৩৩ বলে ৩৪ রান করে। তার এই ইনিংস ভারতের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন … CT 2025 জয়ের পরে কোহলির ‘নিউ লুক’! IPL 2025 শুরুর আগে নতুন স্টাইলে বিরাট
ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিচেল স্টার্ক বলেন, ‘আমি নিশ্চিত নই, ভারত কি সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পেয়েছে?’ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে একটি বিতর্ক চলছিল, ভারত কি আসলেই বাড়তি সুবিধা পেয়েছে, কারণ তারা পুরো টুর্নামেন্টে এক জায়গায় থেকে খেলেছে?
আরও পড়ুন … IPL 2025-এ প্লেয়ার পরিবর্তনের নিয়ম কী? ফ্র্যাঞ্চাইজিকে ‘বিশেষ ছাড়’ দিয়েছে BCCI
ভারত সরকার নিরাপত্তার কারণে পাকিস্তানে ভ্রমণের অনুমতি দেয়নি, তাই পুরো টুর্নামেন্ট দুবাইতে খেলেছে ভারত। তবে স্টার্ক মনে করেন, এটাকে বাড়তি সুবিধা হিসেবে ধরা ঠিক নয়। তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই ভারত আদৌ কোনও বাড়তি সুবিধা পেয়েছে কিনা। কারণ আমরা বাকিরা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারি, কিন্তু ভারতীয়রা শুধুমাত্র আইপিএল খেলতে পারে। অবশ্যই, আইপিএল বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং এখানে ৮-১০ সপ্তাহ ধরে টপ লেভেলের ক্রিকেট খেলা হয়। কিন্তু এটাকে একমাত্র মানদণ্ড ধরে নেওয়া যাবে না। কারণ অন্য দলের খেলোয়াড়রা বছরে ৪-৫টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, ফলে তাদেরও নিয়মিত হোয়াইট বল ক্রিকেট খেলার সুযোগ থাকে।’ আইপিএল ২০২৫-এ মিচেল স্টার্ক ও কেএল রাহুল জুটির পারফরম্যান্স দেখার জন্য সকলেই উন্মুখ হয়ে রয়েছেন।