শুভব্রত মুখার্জি:- গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে থেকে এই ম্যাচে খেলতে নেমেছিল। ফলে সিরিজে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হত অস্ট্রেলিয়া দলকে। তার উপর ওডিআই বিশ্বকাপের কারণে প্রায় ৮৪ দিন ভারতে কাটিয়ে দেওয়া সিনিয়র ক্রিকেটারদের দেশে ফেরানোর কথা এই ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ফলে তৃতীয় টি-২০ ম্যাচটিই ছিল গ্লেন ম্যাক্সওয়েলের কাছে এই সিরিজে শেষ ম্যাচ। আর সেই ম্যাচেই বল হাতে এক লজ্জার নজির গড়ে ফেললেন এই অজি তারকা। যদিও পরবর্তীতে ব্যাট হাতে তা সুদে আসলে পুষিয়ে দিয়ে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।
এদিন বল হাতে ভারতের ইনিংসের শেষ ওভারটি করেন গ্লেন ম্যাক্সওয়েল। আর সেই ওভারেই লজ্জার নজির গড়েছেন তিনি। পুরুষদের টি-২০ ক্রিকেটে অজিদের হয়ে এক ওভারে সর্বাধিক রান দেওয়ার নজির গড়লেন তিনি। এদিন এক ওভারে ৩০ রান দেন গ্লেন ম্যাক্সওয়েল। ভেঙে দেন ২০০৯ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়া ব্রেট লি'র নজির। সেই ম্যাচে ব্রেট এক ওভারে দিয়েছিলেন ২৭ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জোশ হেজেলউড। তিনি ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে ২৬ রান দিয়েছিলেন।
আরও পড়ুন:- IND vs AUS 3rd T20I: এত শিশিরে ২২২ রানও যথেষ্ট নয়! খারাপ বল করার পরেও প্রসিধদের আড়াল করলেন ক্যাপ্টেন সূর্যকুমার
এদিন গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম বলে আসে ছয়। এরপর নো বলে আসে চার রান। পরবর্তী দুটি বলে আসে একটি একটি করে রান। এর পরের বলটি ওয়াইড করেন গ্লেন ম্যাক্সওয়েল। তার পরের দুটি বলে পরপর দুটি ছয় হাঁকান ভারতীয় ব্যাটার। পরের বলে আসে চার রান।
আরও পড়ুন:- IND vs AUS 3rd T20I: বিয়ের জন্য সিরিজের মাঝে ছুটিতে মুকেশ কুমার, ডেথ ওভারে অভাব টের পেল ভারত
তবে এদিন বল হাতে ব্যর্থতা ব্যাট হাতে পুষিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এক অবিস্মরণীয় জয় উপহার দেন তিনি। এই জয়ের ফলে সিরিজের ফল আপাতত ভারতের পক্ষে ২-১। অর্থাৎ এই ম্যাচ অজিদের জিতিয়ে সিরিজে টিকিয়ে রাখলেন গ্লেন ম্যাক্সওয়েল।