
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্রিকেট জগতে ধারাভাষ্যকার হিসেবে বেশ জনপ্রিয় হর্ষ ভোগলে। একসময় তিনি ছিলেন বহু ভারতীয় ক্রিকেটপ্রেমীর আবেগও। ম্যাচ হলেই লোকে মুখিয়ে থাকেন ম্যাচের পাশাপাশি তাঁর ধারাভাষ্য শুনতেও। তবে শুধু এতেই নয়, বিস্ফোরক মন্তব্যের জন্যও জনপ্রিয় তিনি। বিতর্কিত মন্তব্যের জন্য বহুবার তিনি উঠে এসেছেন শিরোনামে। সম্প্রতি, তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যা একেবারেই ভালোভাবে নেননি দলের হেড কোচ শুকরি কনরাড।
'বড় মাপের ক্রিকেটার তৈরি করতে পারে না দক্ষিণ আফ্রিকা!' এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। প্রথম টেস্ট জেতার পর তা কেন্দ্র করে মুখ পর্যন্ত খুলেছিলেন প্রোটিয়া দলের হেড কোচ। তবে অবশেষে, নিজের বক্তব্যের যুক্তি দিলেন হর্ষ ভোগলে। নিজের এক্স হ্যান্ডেল থেকে জানালেন ঠিক কিসের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে যুক্ত এক আধিকারিক এক্স হ্যান্ডেলে পোস্ট শেয়ার করে তিনি জানালেন, 'আমি যেটা বলছিলাম সেটা সম্পূর্ণ আইপিএলের দৃষ্টি থেকে বলেছিলাম। আমি কোনভাবেই কোন খেলোয়াড়ের মনে আঘাত করে বলতে চাইনি। মহারাজ হোক কি শামসি দুজনেই খুব ভালো ক্রিকেটার। বেডিংহ্যাম আর পিটারসনও দুর্দান্ত ক্রিকেটার। তবে আইপিএল যে ধরনের খেলা, সেই মাপের এখনও অবধি ওদের হতে সময় লাগবে। আমার এই কথার বছর দুয়েক আগে যখন দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে খেলতে এসেছিল তখন ওদের রীতিমতো অপেশাদার লাগছিল। আমার মতো যারা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের বড় ভক্ত, তাদের কাছে একটা বড় ধাক্কা ছিল এই পরাজয়। ওরা বিশ্বকাপে অনেক দূর এগিয়েছে কিন্তু শেষ পর্যন্ত খেতাব জিততে পারেনি। নিজের দেশের মাটিতেও সিরিজ হেরেছিল ওরা, যেটা ওদের বোর্ডের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।'
তিনি আরও বলেন, 'যে বা যারা আমার বিরুদ্ধে এত আওয়াজ তুলছে তাদের আমি জিজ্ঞেস করতে চাই কয়েকটা নাম যারা আইপিএল টুর্নামেন্টে প্রভাবশালী হয়ে উঠতে পারে। সুতরাং আমি যেটা বলেছি সেটা কাউকে অসম্মান করার জন্য বলিনি। আমি এখন অবধি কোন নাম পাইনি। আমি যেটা বলেছি, সেটা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে বলেছি। অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কে তুমি যা বলেছ সেটা একদমই ঠিক, কিন্তু দক্ষিণ আফ্রিকার অনেক ভালো খেলোয়াড় আছে। আমার ওই টুইটের পর জ্যানসেন ও কোয়েটজির মধ্যে আগামীদিনে এক বড় তারকা হওয়ার সম্ভাবনা দেখছি। এখন নান্দ্রে বার্গারও এই তালিকায় যুক্ত হয়েছে। যদিও বার্গারের নাম আমাকে কেউ বলেনি। আশা করি নরকিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং আগের মতো আইপিএল খেলবে। চিয়ার্স ডেভ। আগামীদিনে এমন যুক্তি-তর্কের জন্য অপেক্ষায় থাকবো।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports