শুভব্রত মুখার্জি:- মহিলা ক্রিকেটে এই মুহূর্তে বিশ্ব সেরা দল নিঃসন্দেহে অস্ট্রেলিয়া। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই তারা একেবারে অপ্রতিরোধ্য দল। টি-২০ এবং ওয়ানডে বিশ্বকাপ দুই ফর্ম্যাটেই মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ঐতিহাসিক টেস্ট জিতেছেন হরমনপ্রীত কৌররা। এবার সাদা বলের ক্রিকেটে অ্যালিসা হিলিদের বিরুদ্ধে মাঠে নামার পালা। ভারতের সামনে তা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের। সে কথা বিলক্ষণ জানেন ভারতীয় দলের হেড কোচ অমল মজুমদার। আর এই কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে সফল হতে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্লেষণের দাওয়াই দিয়েছেন তিনি।
প্রসঙ্গত এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলও। তারা ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। এবারে হরমনপ্রীতদের সামনে চ্যালেঞ্জ অবশ্য অন্য ধরনের। এবারের চ্যালেঞ্জ ওয়ানডে ফর্ম্যাটে। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাওয়ার পর পরেই ফের আবার টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশে খেলা হবে এই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগেই এই টি-২০ সিরিজ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার পর পরেই আবার রয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। যা খেলা হবে ভারতেই। ফলে বিশ্বের সেরা দলের বিরুদ্ধে হরমনপ্রীতদের এই আসন্ন ওয়ানডে সিরিজ অনেক বেশি তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সিরিজ শুরুর আগে তাঁর মতামত জানিয়েছেন ভারতীয় কোচ অমল মজুমদার। তিনি জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাই বলব যে আমরা এই মুহূর্তে বৃহৎ ছবির (বিশ্বকাপ) কথা ভাবিনি। তবে তা নিয়ে ধীরে ধীরে ভাবনা চিন্তা শুরু করতে হবে। তবে এই মুহূর্তে যা চলছে তার থেকে কোনও ভাবে ফোকাস নড়ে গেলে হবে না। এটা মানতে কোন দ্বিধা নেই যে ওরা (অস্ট্রেলিয়া) খুব ভালো দল। বেশ কয়েক বছর ধরে ওরা খুব ভালো ফল করছে। তবে আমার দলের কাছেও আমার বার্তা খুব পরিষ্কার। আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে। যে সুযোগ আমরা পাই না কেন, আমাদের নিজেদের আরও বেশি করে উন্নতি ঘটাতে হবে। প্রতিনিয়ত সেই কাজটা করতে হবে। আর আমরা যদি সেটা করতে পারি তাহলে আমি খুব খুশি হব।’