বাংলা নিউজ > হাতে গরম > জায়গা কম পড়ছে রাজুদার? অবলা ঘুমন্ত ২ কুকুরকে লাথি মেরে সরালেন! ভাইরাল ভিডিয়ো দেখে ছি ছি নেটিজেনদের
নিষ্পাপ অবলা প্রাণী। ঘুমিয়ে ছিল নিজের মতো। সেই ঘুমন্ত ছোট ছোট সারমেয়দের পা দিয়ে রীতিমতো লাথি মেরে সরালেন রাজুদা। কেন? দোকান করতে অসুবিধা হচ্ছে তার! ভাইরাল হওয়ার পর থেকেই প্রচণ্ড ভিড় হয় রাজুদার দোকানে। আগে যেখানে তিনি বসতেন, সেখান থেকে তাঁকে সরে যেতে হয়েছে। বর্তমানে শিয়ালদা সাবওয়ের কাছে তাঁর দোকান। কিন্তু ব্লগারদের ভিড়ে সেই স্থানও কম পড়ছে তাঁর। ফলে পাশে দুটো শুয়ে থাকা কুকুরকে পা দিয়ে লাথি মেরে সরান তিনি। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
আরও পড়ুন - একের পর এক ফেক অ্যাকাউন্টে নাজেহাল, পুলিশে FIR করতে পারে রাজুদা? কী বললেন HT বাংলাকে