বাংলা নিউজ > হাতে গরম > একের পর এক ফেক অ্যাকাউন্টে নাজেহাল, পুলিশে FIR করতে পারে রাজুদা? কী বললেন HT বাংলাকে
গত বছর পুজোর পর থেকেই সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল রাজুদার পকেট পরোটা। সেই সুবাদে বর্তমানে একটি পেজও খুলেছেন রাজুদা। পরোটার ব্যবসার পাশাপাশি তাঁকে দেখা যায় বিভিন্ন প্রোমোশনাল ভিডিয়োতে। কখনও মোবাইলের দোকানে তো কখন বিরিয়ানির হোটেলে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জেরে গুরুতর সমস্যায় পড়তে হচ্ছে রাজুদাকে। শনিবার সেই নিয়েই কথা বললেন HT বাংলার সঙ্গে।
আরও পড়ুন - দমদম খালপাড়ে উদ্ধার রক্তাক্ত, ঝলসানো দেহ! রূপান্তরকামী খুনের নেপথ্যে কারা? কী বলছে পুলিশ