অপ্রত্যাশিত ভাবে বৃহস্পতিবার রাতে উইকেন্ড লকডাউন ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। শুক্রবার রাত দশটা থেকে আগামী সোমবার সকাল পাঁচটা অবধি চলবে এই লকডাউন করোনা সংক্রমণের ওপর কাবু পাওয়ার জন্য। সমস্ত অফিস, কাছারি, দোকান, বাজার বন্ধ থাকবে। শুধু ছাড় অত্যাবশ্যক পণ্য ও পরিষেবার ক্ষেত্রে। রাজ্যের মুখ্যসচিব আরকে তেওয়ারি বলেন বর্তমানে করোনা পরিস্থিতি ও ক্রমবর্ধমান ম্যালেরিয়া, ডেঙ্গি, কালাজ্বর ইত্যাদির কথা মাথায় রেখে দশই জুলাই রাত ১০ থেকে ১৪ জুলাই সকাল ৫টি অবধি লকডাউন থাকবে। অফিস কাছারি, বাজার, হাট, শস্যের বাজার, বাণিজ্যিক কমপ্লেক্স বন্ধ থাকবে। শুধু স্বাস্থ্য ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবা চলবে। রেল পরিষেবা চলবে। সীমিত সংখ্যক বাস চলবে রেলযাত্রীদের জন্য। তবে পণ্য পরিষেবার চলাচলে কোনও নিষেধাজ্ঞা নেই। সারা রাজ্য জুড়ে সাফাই কাজ ও পানীয় জলের সাপ্লাই পরিষেবাকে উন্নত করার কাজ হবে এই মেয়াদকালে। তবে গ্রামীন এলাকায় শিল্প ও সারা রাজ্য জুড়ে নির্মাণ কাজ যে সব হচ্ছে, সেগুলি চলবে এই দুই দিন।