একেবারে অভিনব কায়দায় সোনার পেস্ট পাচার করার সময় কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে গেলেন দু’জন যাত্রী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি সোনার পেস্ট। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লক্ষ টাকা। দুবাই এবং ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা দু’জন যাত্রীর গতিবিধি নিয়ে সন্দেহ হয় আধিকারিকদের মনে। তাঁদের আলাদা জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে। আর সেখান থেকেই উদ্ধার করা হয় সোনার পেস্ট। অন্তর্বাসের মধ্যে ছোট ছোট পকেট তৈরি করে এই সোনা পেস্ট আকারে নিয়ে আসা হচ্ছিল। ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট।
কলকাতা বিমানবন্দরে যখন তাঁরা নামেন তখন সন্দেহ হতে ট্রলিব্যাগ তল্লাশি করা হয় প্রথমে। সেখানে দেখা যায়, থরে থরে সাজানো আছে পোশাক। আর তার নীচেই রাখা ছিল একাধিক অন্তর্বাস। সেই অন্তর্বাসের মধ্যেই তৈরি করা পকেটে লুকিয়ে রাখা ছিল সোনার পেস্ট। এক যাত্রীর ট্রলিব্যাগ খুলে তল্লাশি চালাতেই শুক্রবার সোনা পাচারের পর্দাফাঁস হয়ে গেল। এভাবেই এখন সোনা পাচারের ছক কষা হয়েছে বলে মনে করছেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অফিসাররা।
বিমানবন্দর সূত্রে খবর, এই বিপুল পরিমাণ সোনার পেস্ট যা উদ্ধার করা হয়েছে তার বাজারমূল্য ৬২ লক্ষ টাকা। দু’জন যাত্রীর লাগেজ থেকে সোনা পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজনের ট্রলিব্যাগে রাখা অন্তর্বাসের মধ্যে সোনার পেস্ট লুকিয়ে রাখা ছিল। ওই দুই যাত্রীর মধ্যে একজন দুবাই থেকে আর একজন ফিরছিলেন ব্যাঙ্কক থেকে। তাঁদের দু’জনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।