বৈশাখেই দিলীপ ঘোষের জীবনে বসন্ত নেমে এসেছে। এখন আর তিনি আরএসএসের প্রচারক নন। বিজেপির নেতা থাকলেও ঘোর সংসারী। শুক্রবার গোধূলি বেলাতেই সাত পাকে বাঁধা পড়েছেন গোপীবল্লভপুরের ‘নাড়ু’। আর তারপরই দিলীপ ঘোষের এই বয়সে বিয়েকে সমর্থন করে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা। ‘যাঁরা কাজে ব্যস্ততায় হয়ত কিছুটা দেরি করে ফেলেছেন, যাঁদের আজও একটু বেশি বয়সে কাউকে মনে ধরে, যাঁরা আজও সংকোচে থাকেন, সমাজের কাছে পছন্দ লুকিয়ে রাখেন, ‘লোকে কী ভাববে’ ভাবতে ভাবতে শেষে একলাই জীবনটা কাটিয়ে দেন, তাঁদের আজ সাহস যুগিয়ে দিলেন দিলীপ ঘোষ।’ এই কথাটি ফেসবুক পোস্টে লিখেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আর সেটাকেই যেন মেনে নিয়ে আজ, শনিবার এক্স হ্যান্ডেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তুলকালাম কাণ্ড, চিকিৎসায় গাফিলতির অভিযোগে চলল গুলি, ধৃত ৪
কিন্তু দেবাংশু ভট্টাচার্য প্রেম–ভালবাসা এবং বিয়ে সবটা মিলিয়ে শুভেচ্ছার পাশাপাশি পরামর্শও দিয়েছেন। তাই তো ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, ‘প্রমাণ করে দিলেন প্রেমের বয়স হয় না, ভালবাসার বয়স হয় না, বিয়েরও বয়স হয় না। বয়স একটা সংখ্যা মাত্র! সমাজের এই অদৃশ্য দেওয়ালটা ভেঙে দেওয়ার জন্য দিলীপদাকে বুক ভরা অভিনন্দন।’ তবে দিলীপ ঘোষের বিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বইয়ে দিয়েছে। কারণ সমস্ত আলো এবং উন্মাদনা গতকাল তিনিই যেন শুষে নিয়েছিলেন। নানা ইস্যু এখনও রাজনীতির ময়দানে থাকলেও দিলীপ ঘোষের বিয়ে সবকিছুকে পিছনের সারিতে সরিয়ে দিয়েছিল।