রাজ্য বাজেটে শুধু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হয়েছে। এই বাজেটে নতুন কোনও কর্মসূচি নেই। ২০২২ – ২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট নিয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটের পর রাজ্যে অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কেন্দ্রের কাছে বিভিন্ন তহবিলের মোট ৯০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। এদিন বাজেট পেশের সময় বিধানসভার অন্দরে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি।অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বাজেটের বিরোধিতায় সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলায়। কেন এটা করবে? জল জীবন মিশনের নাম বদলে দিয়েছে রাজ্য সরকার। তার নাম দিয়েছে ‘জল স্বপ্ন’। প্রত্যেকটা পাতায় আপনার হাফ অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদী জির সমস্ত প্রকল্পের নাম চেঞ্জ করা ছাড়া একটাও নতুন কোনও কর্মসূচি রাজ্যের লোককে দিতে পারেননি’।গত বুধবার কলকাতায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়ত বলেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের প্রবণতা দেখা যাচ্ছে কিছু রাজ্য সরকারের মধ্যে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করলে এবার থেকে আর সেই প্রকল্পের জন্য কেন্দ্রীয় অনুদান পাবে না রাজ্যগুলি। যদিও তৃণমূলের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। ফলে নাম বদলের অধিকার তাদের রয়েছে।