সুপ্রিম কোর্টের রায়ে গত বৃহস্পতিবার বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল। তারফলে এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৬ হাজার জনের। কোনও স্কুলে ১১ জন আবার কোনও স্কুলে ৩০ জনেরও বেশি শিক্ষকের চাকরি গিয়েছে। স্কুলগুলিতে শিক্ষকের অভাব তৈরি হওয়ায় এখন পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। ফলে তাঁদের উপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে এবার বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা। তাঁদের দাবি, বেতন না বাড়ালে তাঁরা অতিরিক্ত কাজ করবেন না। এই দাবিতে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন স্কুল বয়টকের ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। (আরও পড়ুন: ৩০০০ পয়েন্ট পতন সেনসেক্সে, নিফটি পড়ল ১৩০০ পয়েন্ট, শেয়ার বাজারে হাহাকার)
আরও পড়ুন: পোর্টালে নথি আপলোডের জন্য পার্শ্বশিক্ষকদের ৮দিন সময় দিল স্কুল সার্ভিস কমিশন
পার্শ্ব শিক্ষকদের দাবি, চাকরি বাতিলের পর তাঁদের বেশি সংখ্যায় ক্লাস নিতে হচ্ছে। এমনিতে অষ্টম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ২০টি ক্লাস নেওয়ার কথা তাঁদের। তবে বর্তমান পরিস্থিতিতে সেই জায়গায় এই সব ক্লাসের সঙ্গে দশম এমনকী একাদশ, দ্বাদশের ক্লাসও নিতে হচ্ছে। আর এইসবের পাশাপাশি সপ্তাহে একটা দিন বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুটদের শিক্ষার স্রোতে ফেরানোর কাজ করতে হচ্ছে। এত কিছু করার পরেও মাত্র ১৩০০০ টাকা বেতন পাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। যাতে কোনওভাবেই সংসার চালানো সম্ভব নয়। এই অবস্থায় ফের বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন পার্শ্ব শিক্ষকরা। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু মহিলার দেহ টুকরো-টুকরো করে কার্টনে ভরে ফেলে আসা হল রাস্তার পাশে)
আরও পড়ুন: পার্কসার্কাসে রামভক্তদের গাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির, কলকাতা পুলিশ বলল…