
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এবার চিড়িয়াখানায় ইউনিয়ন প্রতিষ্ঠা নিয়ে গোল বাঁধল তৃণমূল কংগ্রেস–বিজেপির মধ্যে। আজ, সোমবার এখানে ইউনিয়ন দখল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার গেটে জড়ো হম তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। স্লোগান ওঠে বিজেপির বিরুদ্ধে। উত্তেজিত তৃণমূল কংগ্রেস সমর্থকরা আলিপুর চিড়িয়াখানায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেন। এমনকী ঘোষণা করা হয়, চিড়িয়াখানায় পথ চলা শুরু করল তৃণমূল কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠনের নতুন ইউনিয়ন। নাম ঘোষণা করা হয়, আলিপুর জু একতা ইউনিয়ন।
এই ঘটনা যখন তুমুল বিক্ষোভের আকার নেয় তখন ঘটনাস্থলে আসেন দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসি’র সভাপতি তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায়। আসেন তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। তাঁরা কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনেন। আর যুগ্মভাবে নতুন সংগঠন শুরুর কথা ঘোষণা করেন।
ঠিক কী বলেছেন অভিজিৎ মুখোপাধ্যায়? এদিন অভিজিৎ বলেন, ‘এতদিন চিড়িয়াখানায় কোনও স্বীকৃত কর্মচারী ইউনিয়ন ছিল না। আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইউনিয়ন কাজ করতে শুরু করল। ৩৪৪ জন কর্মী নিয়ে এই ইউনিয়ন কাজ করে যাবে।’ এখানে বিজেপির ইউনিয়ন স্বীকৃত কোনও ইউনিয়ন নয় বলেও তিনি দাবি করেন।
এই বিষয়ে বিজেপি নেতা রাকেশ সিং বলেন, ‘এখানে অনেককে ভুল বোঝানো হয়েছে। আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছি বলা হয়েছে। কিন্তু যখন তাঁরা দেখলেন আমি দল ছাড়ছি না, তখন তাঁরা আমার সঙ্গেই আছেন। আমার ইউনিয়ন স্বীকৃত নয়, এই কথাটা ঠিক নয়। চিড়িয়াখানার স্থায়ী ও ঠিকা কর্মীরা সকলেই আমার ইউনিয়নের সঙ্গে যুক্ত।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports