কলেজের পরীক্ষার খাতা দেখছেন পিওন। অবাক করা ভিডিয়ো সামনে এনেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কী রয়েছে সেই ভিডিয়োতে?
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মাথার উপর ফ্যান ঘুরছে। একজন খাতা দেখছেন।
দেবাংশু যে ভিডিয়োটি এনেছেন তার উপরে তিনি লিখেছেন, '২৫,০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিজেপি নেতারা উল্লাস করছেন। আর এক পিওন মধ্য়প্রদেশের সরকারি কলেজে খাতা দেখছেন বলে ক্যামেরায় ধরা পড়েছে।
'এটা হল সেই রাজ্য যেখানে ব্যাপম কেলেঙ্কারি হয়েছিল। সেটা হল ভারতের দীর্ঘদিন ধরে চলা নিয়োগ কেলেঙ্কারি। এখনকার এই বিক্ষোভের নীতিটা কী?
প্রতি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীকে কি ফের পরীক্ষা দিতে বাধ্য় করা হবে? '
কার্যত বিস্ফোরক ভিডিয়ো সামনে এনেছেন দেবাংশু। তবে সেই ভিডিয়ো ঠিক কোথায় তোলা, সেটা কবে তোলা হয়েছে, ওই ব্যক্তির পরিচয় কী তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গিয়েছে।