সম্প্রতি তোপসিয়া, নিউ আলিপুর থেকে শুরু করে শহর কলকাতার বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে ভস্মীভূত হয়ে গিয়েছে একের পর এক ঝুপড়ি। সর্বস্ব হারিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে নড়েচড়ে বসল অগ্নি নির্বাপন দফতর। কোথাও আগুন লাগলেই যাতে দ্রুত পৌঁছে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দমকল। সোমবার কলকাতা, বারাকপুর, হাওড়া ও বিধাননগরের পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন দমকলমন্ত্রী সুজিত বসু। সেই বৈঠকে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বিষয়ে একাধিক সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ আগুন নিউ আলিপুরে, দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি, কাছেই হাসপাতাল,বন্ধ হল রাস্তা
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের সঙ্গে যৌথভাবে এলাকা পরিদর্শন করবে দমকল। তাতে দমকলের ইঞ্জিন কীভাবে সহজেই এলাকায় ঢুকতে পারে সেবিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়াও আগুন নিয়ে বাসিন্দাদের সতর্ক করা হবে। বাছাই করা এলাকার ম্যাপিংও করবে অগ্নি নির্বাপন দফতর। সোমবারের এই বৈঠকে ছিলেন দফতরের অন্যান্য আধিকারিকরাও। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, দমকল এবং পুলিশ যৌথভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন অগ্নিকাণ্ডের খবর আদান-প্রদানের পাশাপাশি সমন্বয় রেখে কাজ করা হবে।এদিন আরও সিদ্ধান্ত হয়েছে প্রতি মাসে একবার করে যৌথ বৈঠক করবে দমকল ও পুলিশ। পাশাপাশি এসওপি’ও তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে এদিন দমকলমন্ত্রী জানান, কিছু জায়গায় এমনভাবে বাড়ি তৈরি বা ব্যবসা হয় যে সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারে না। তারফলে আগুন লাগলে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে এলাকা পরিদর্শন করা, পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঠিক করেছি প্রতিমাসে ডিভিশনাল স্তরে পুলিশের সঙ্গে দমকল বৈঠক করবে। আমরা একটি যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। এছাড়াও এসএপি তৈরি হবে এবং ম্যাপিং তৈরি করা হবে। এছাড়াও সচেতনতার জন্য এবং দমকলের গাড়ি ঢোকার বিষয়ে বস্তি এলাকাগুলিতে আগামী দিনের সার্ভে করা হবে। কোথাও যেন আগুন না লাগে সে বিষয়ে সচেতন করা হবে স্থানীয়দের।
উল্লেখ্য, রাজ্যে এখন ১৬৪ টি দমকল কেন্দ্র আছে। জঙ্গিপুর এবং পূর্ব বর্ধমানে তৈরি হচ্ছে আরও দুটি কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ সংস্থাকে সঙ্গে নিয়ে অডিট করা হবে। পুলিশের সঙ্গে হবে জয়েন্ট মক ড্রিল হবে। তিনি আরও জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭৫টি গাড়ি উদ্বোধন করা হবে। তাতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।