এসএসসি দুর্নীতি এবং গরু পাচারকাণ্ড নিয়ে অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। দলের স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে বেশ কয়েক দিন ধরেই জেলায় জেলায় ব্লক স্তরে সাংগঠনিক পদে রদবদল করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। আর সেই অসন্তোষের মধ্যেই টাকার বিনিময়ে তৃণমূলে নতুন সাংগঠনিক পদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের এক নেতা। বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকে টাকার বিনিময়ে সাংগঠনিক পদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন সেখানকার তৃণমূল নেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
মেজিয়ার একটি বেসরকারি ম্যারেজ হলে এক সাংগঠনিক আলোচনা সভায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন, ‘চক্রান্ত করে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শেষ করতে টাকার বিনিময়ে জেলা এমনকি রাজ্যস্তরের তৃণমূল নেতৃত্ব অযোগ্য মানুষজনদের এই দায়িত্ব দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে। এটা কি ছেলে খেলা হচ্ছে। যাকে তাকে পোস্ট দিয়ে দেব!’ কর্মীসভায় প্রকাশ্যে এই প্রতিক্রিয়া উঠে আসতেই গোষ্ঠী কোন্দলের তত্ত্ব উঠে আসছে।