রোগীমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এক চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে গিয়ে বিক্ষোভ করেন রোগী পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রোগী মৃত্যুতে বিদ্যাসাগর হাসপাতালে ভাঙচুর, নার্সকে মারধর, কর্মবিরতির হুঁশিয়ারি
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর নাম রোহিনী তারুন্যম (১৯) । তলপেটে টিউমার থাকার কারণে ওই তরুণীকে বুধবার ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে ওই রাতেই তাঁর মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রোগী পরিবার হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান। সেই সময় হাসপাতালে ছিলেন কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেই সময় রোগীর আত্মীয়রা চিকিৎসককে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো (সত্যতা যাচাই করেন হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, চিকিৎসককে বাঁচাতে সেখানে ছুটে যান হাসপাতালের অন্যান্য কর্মীরা। তাঁদের সঙ্গেও কথা কাটাকাটি চলে রোগীর আত্মীয়দের। হাসপাতালের মধ্যে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার আইসি এবং এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছন। সেখানে চিকিৎসককে উদ্ধার করে পুলিশ।