শুধু দ্রুতগতির ইঞ্জিন নয়। দ্রুত গতিতে ইঞ্জিন তৈরিতেও যে তারা সিদ্ধহস্ত ফের তা প্রমাণ করল এই বাংলার সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ। ২০১৮-১৯ অর্থবর্ষে ৪০২টি ইঞ্জিন তৈরি করেছে তারা। যার জেরে লিমকা বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে সংস্থাটির।২০১৭-১৮ অর্থবর্ষে ৩০০টি ইঞ্জিন তৈরি করেছিল চিত্তরঞ্জন লোকমোটিভ। ২০১৮-১৯ এ সেই সংখ্যা ৩০ শতাংশেরও বেশি বাড়িয়েছে তারা। সংস্থার তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, চলতি অর্থবর্ষে সেই রেকর্ড ও ভেঙে ফেলতে চান তারা।সংস্থার কর্মীরা জানিয়েছেন, কাজের সমন্বয়বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহারে অসাধ্য সাধন সম্ভব হয়েছে। বর্তমানে অত্যাধুন দ্রুতগতির ইঞ্জিন তৈরি করে চিত্তরঞ্জন লোকমোটিভ। যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।