চাকরি বাতিলের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষক কর্মীদের বিক্ষোভ। ঠিক সেই আবহে ওয়াকফ আইনের বিরোধিতার নামে কার্যত তাণ্ডব চলেছে বাংলার কিছু অংশে। মুর্শিদাবাদ থেকে শুরু করে আমতালায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ওপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে। এবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে।
আরও পড়ুন: বাংলাদেশের ফোন! তিনমাসের ছক, পাথরে ৫০০, মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে কারা? Report
সোশ্যাল মিডিয়ায় ওই পুলিশ আধিকারিকের বক্তব্য রাখা একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) ক্রমেই ভাইরাল হচ্ছে। অনেকেই এই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়ো পোস্টে দাবি করা হয়েছে, ওই পুলিশ আধিকারিক হলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে। ভিডিয়োয় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওই পুলিশ অধিকারিককে বলতে শোনা যায়, ‘চাকরি অনেক ছোট ব্যাপার, যদি জানও চলে যায় তাহলে আজকে আমি যা করার দরকার তাই করব।’ এরপরেই তাঁকে হুঁশিয়ারি দিয়ে আরও বলতে শোনা যায়, ‘বাসে বসে থাকা কোনও মহিলা যদি ভীতসন্ত্রস্ত হন তাহলে সেই মহিলাকে আমি নিজের বাড়ির মহিলা বলে মনে করব।’ অর্থাৎ কীভাবে কড়া পদক্ষেপ করা হতে পারে তা কার্যত বুঝিয়ে দেন তিনি।