Basant Panchami: ২০২৫ সালে বসন্ত পঞ্চমী কবে পড়ছে? সরস্বতী পুজোর আগে তিথি, শুভ সময় একনজরে
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2025, 12:14 AM IST২০২৫ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন? কবে পড়ছে বসন্ত পঞ্চমী! দেখে নিন।
২০২৫ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন? কবে পড়ছে বসন্ত পঞ্চমী! দেখে নিন।
সামনেই রয়েছে বসন্ত পঞ্চমী। আর বসন্ত পঞ্চমী দিয়েই বছরে বাঙালির প্রথম বড় উৎসবের শুরু হয়। আর বসন্ত পঞ্চমী মানেই সরস্বতী পুজো। ২০২৫ সালের সরস্বতী পুজোর তিথি জানতে গেলে, জানা প্রয়োজন বসন্ত পঞ্চমীর তিথি। তবে বেশ কিছুটা বিতর্ক রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে। কবে রয়েছে এই বসন্ত পঞ্চমীর তিথি? ২ নাকি ৩ ফেব্রুয়ারি এবারের বসন্ত পঞ্চমী? দেখে নেওয়া যাক তিথি নিয়ে কী জানা যাচ্ছে।
বসন্ত পঞ্চমী ২০২৫
পঞ্জিকামতে, বসন্ত পঞ্চমীর তিথি চলতি বছরে পড়ছে ২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। সেদিন ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে। অনেক জায়গাতেই ২ ফেব্রুয়ারি সরস্বতী রয়েছে। আবার বহু জায়গায় ৩ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো। আরেকটি মত বলছে, বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি বেলা ১২ টা ২৯ মিনিটে শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫৯ মিনিট পর্যন্ত তা থাকবে। ফলে সেই মত অনুসারে, বসন্ত পঞ্চমী ৩ ফেব্রুয়ারিও পালিত হতে পারে।
সরস্বতী পুজো ২০২৫র সময়কাল :-
সরস্বতী পুজো ৩ ফেব্রুয়ারি অনেক জায়গায় পালিত হবে। সেদিন সকাল ৭ টা ১০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে। আবার আরেকটি মত অনুসারে, ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর শুভ সময়। পুজোর মোট শুভ সময় ৩ ঘণ্টা ২৬ মিনিট।
শ্রী শ্রী সরস্বতী পুজোর মন্ত্র:-
ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেবী নমোস্তুতে।
জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে॥
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ॥
এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ॥
সরস্বতী পুজো মানেই হলুদ পোশাক:-
সরস্বতী পুজোয় সর্বদাই আমরা হলুদ ফুল অর্পণ করে থাকি। ফলে এবারেও দেবীকে হলুদ গাঁদা ফুল দিয়েই অঞ্জলী দিতে ভুলবেন না। তা ছাড়াও বসন্ত পঞ্চমীতে দেবী বাসন্তী রঙের শাড়ি পরিহিতা হয়ে পূজিতা হন। সেই মর্মে অনেকেই বসন্ত পঞ্চমীর দিনে হলুদ শাড়ি বা হলুদ রঙের পঞ্জাবী পড়ে থাকেন।