২২ অগস্ট থেকে শুরু হয়েছে গণেশ আরাধনা। ১০ দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে জানুন, গণেশের ৩২টি স্বরূপ সম্পর্কে।১. শ্রী বালক গণপতি- গণেশের এই বালক গণপতি স্বরূপে ৪টি ভুজে পৃথক পৃথক ফল রয়েছে। তাঁর শরীরও লাল রঙের।২. তরুণ গণপতি- এই স্বরূপ তাঁর কিশোর রূপকে দর্শায়। এই রূপে অষ্টভুজার রক্তবর্ণ শরীরের গণেশ দেখা যায়। তাঁর এই রূপ যুবাবস্থায় শক্তির প্রতীক মনে করা হয়।৩. ভক্ত গণপতি- এই রূপে গণেশের চারটি ভুজা ও সাদা রঙের শরীর প্রত্যক্ষ করা যায়। ৪. বীর গণপতি- যোদ্ধাসম এই স্বরূপের একাধিক হাতে ভিন্ন ভিন্ন ধরণের অস্ত্র ধারণ করে থাকেন। এই রূপে তাঁকে সাহস ও বীরত্বের প্রতীক মনে করা হয়।৫. শক্তি গণপতি- চারভুজা ও সিঁদূর বর্ণের শরীর প্রত্যক্ষ করা যায়। গণেশের এই রূপ অভয় মুদ্রায় রয়েছে।৬. দ্বিজ গণপতি- চারটি ভুজা রয়েছে এই রূপে। এটি দুটি গুণের প্রতীক, একটি জ্ঞান ও অপরটি সম্পত্তি। সুখ-সম্পত্তির মনস্কামনার জন্য তাঁর এই রূপের পুজো করা হয়।৭. সিদ্ধি গণপতি- তাঁর এই মুদ্রা বুদ্ধি ও সাফল্যের প্রতীক। এতে তিনি বিশ্রাম মুদ্রায় অধিষ্ঠিত। এতে তাঁর শরীর পীতবর্ণের। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে তাঁর এই স্বরূপ বিদ্যমান।৮. বিঘ্ন গণপতি- দশ ভুজাধারী সোনালী কায়ার গণেশ এই স্বরূপে প্রত্যক্ষ করা যাবে। তাঁর বিঘ্ন স্বরূপ সমস্ত ধরণের বাধা দূর করে। এই রূপে গণেশের হাতে শঙ্খ ও চক্র সুশোভিত হয়।৯. উচ্চিষ্ঠ গণপতি- গণেশের এই স্বরূপের মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। এই রূপে নীলবর্ণের গণেশ দেখা যাবে। এই স্বরূপ মোক্ষ ও ঐশ্বর্য প্রদান করে। ১০. হেরম্ব গণপতি- এই রূপে গণেশের পাঁচটি মাথা। এই রূপ হীন ও অসহায়দের রক্ষকের প্রতীক। এই রূপে তাঁর বাহন বাঘ।১১. উদ্ধ গণপতি- ছয় ভুজাধারী স্বর্ণবর্ণের গণেশ এই স্বরূপে দেখা যায়।১২. ক্ষিপ্র গণপতি- গণেশের এই স্বরূপ ভক্তদের ইচ্ছা শীঘ্র পুরো করে। এই রূপে গণেশের চার হাতের একটিতে কল্পবৃক্ষের শাখা ও শূঁরে ঘট থাকে।১৩. লক্ষ্মী গণপতি- আট ভূজাধারী ও গৌরবর্ণ শরীরের সঙ্গে গণেশ এতে বুদ্ধি ও সিদ্ধির সঙ্গে বিরাজমান। এই রূপে গণেশের একটি হাতে টিয়া থাকে।১৪. বিজয় গণপতি- পুণের অষ্টবিনায়ক মন্দিরে গণেশের এই রূপের পুজো হয়। বিশালাকার গণেশের এই রূপের বাহন মূষক।১৫. মহাগণপতি- দ্বারকায় গণেশের এই রূপের মন্দির অবস্থিত। এখানে কৃষ্ণ গণেশ বন্দনা ও আরাধনা করেছিলেন। রক্তবর্ণের গণেশের এই স্বরূপে ত্রিনেত্র রয়েছে।১৬. নৃত্য গণপতি- কল্পবৃক্ষের নীচে নৃত্যরত স্বরূপ এটি।১৭. একাক্ষর গণপতি- কর্নাটকের হাম্পিতে গণেশের এই রূপের মন্দির অবস্থিত। এই রূপে গণেশের মাথায় চাঁদ ও ত্রিনেত্র রয়েছে।১৮. হরিদ্রা গণপতি- ছয় ভুজাধারী হলুদ রঙের শরীর।১৯. ত্র্যৈক্ষ গণপতি- সোনালি বর্ণ, ত্রিনেত্র ও চার ভুজাধারী গণেশ।২০. বর গণপতি- বরদানের মুদ্রায় গণেশের স্বরূপ সুখ ও সমৃদ্ধি প্রদান করে।২১. ত্র্যক্ষর গণপতি- গণেশের এই স্বরূপে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের সমাবেশ রয়েছে।২২. ক্ষিপ্র প্রসাদ গণপতি- এই স্বরূপে গণেশ সমস্ত মনস্কামনা অতিশীঘ্র পূর্ণ করেন।২৩. ঋণ মোচন গণপতি- চার ভুজাধারী লাল বস্ত্র পরিহিত গণেশ। ২৪. একদন্ত গণপতি- এই স্বরূপে গণেশ সমস্ত বাধা দূর করেন। অন্যান্য স্বরূপের তুলনায় এতে গণেশের পেট বেশ বড় হয়।২৫. সৃষ্টি গণপতি- বিশালাকার মূষক এই স্বরূপের গণেশের বাহন। এই রূপ প্রকৃতির শক্তিকে প্রকট করে।২৬. দ্বিমুখ গণপতি- হলুদবর্ণের, চার ভুজাধারী ও দুটি মুখ বিশিষ্ট গণেশের স্বরূপ।২৭. উদ্দণ্ড গণপতি- এই রূপে গণেশের ১২টি হাত রয়েছে। এই স্বরূপ ন্যায়ের প্রতীক। ২৮. দূর্গা গণপতি- এই রূপে গণেশ লাল বস্ত্র পরিহিত ও অজেয় মুদ্রায়ে বিরাজমান।২৯. ত্রিমুখ গণপতি- এই স্বরূপে তিনটি মুখ ও ছটি হাত রয়েছে গণেশের।৩০. যোগ গণপতি- নীল বস্ত্র পরিহিত যোগ মুদ্রায়ে বিরাজমান গণেশ।৩১. সিংহ গণপতি- এই স্বরূপে গণেশের মুখ সিংহের ও হাতির শূঁড় রয়েছে।৩২. সঙ্কষ্ট হরণ গণপতি- এই স্বরূপে তিনি সংকট দূর করেন।