এখন পেশা জগতের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সমান অংশীদারী চোখে পড়ে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও মহিলারা আসীন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এমন কয়েকটি রাশি রয়েছে, যে রাশির মহিলারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল তো হনই, পাশাপাশি তাঁরা বিভিন্ন গুরুত্ব পদ অলঙ্কৃত করছেন। সরকারি, বেসরকারি, কর্পোরেট, ব্যবসা ক্ষেত্রে মহিলাদের ভূমিকা চোখে পড়ার মতো।মেষ রাশির মহিলামঙ্গলের আধিপত্য যুক্ত মেষ রাশির মহিলারা সাফল্য লাভে সক্ষম। কেরিয়ারে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে তাঁদের মধ্যে এবং এখান থেকে পিছু সরে আসেন না তাঁরা। যে কোনও বাধার মোকাবিলা করতে সক্ষম হন তাঁরা। অন্যান্য মহিলাদের স্বনির্ভর হওয়ার উৎসাহ জোগান তাঁরা। বৃষ রাশির মহিলাউচ্চাকাঙ্খী হন এই রাশির জাতিকারা। নিজের বর্তমান পরিস্থিতি উন্নত করতে কঠিন পরিশ্রম করে যান। এমনকী সহজ-সরল ও প্র্যাক্টিক্যাল থেকেও এতাঁরা নিজের উদ্দেশের খোঁজে থাকেন। সাফল্য লাভের জন্য উচ্চ পর্যায়ের সমর্পণ ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যান তাঁরা। কাজের পরিকল্পনা রূপায়ন করতে ভালোবাসেন এই রাশির জাতকরা। আবার যে কোনও অবসাদ মোকাবিলায় কুশল হন এই রাশির জাতিকারা।সিংহ রাশির মহিলাসমস্যা সমাধানে পারদর্শী হন সিংহ রাশির মহিলারা। আকর্ষণের কেন্দ্র হন এঁরা। হার মানেন না সিংহ জাতিকারা, তাঁদের এই স্বভাবই অন্যের কাছে অনুপ্রেরণা। প্রাণশক্তিতে ভরপুর এঁরা। পাশাপাশি দায়িত্ব পালনে আনন্দিত থাকেন সিংহ জাতিকারা। এমনকী কোনও উচ্চপদে আসীন ব্যক্তিদের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে আনন্দ উপভোগ করেন তাঁরা। বৃশ্চিক রাশির মহিলাপরিস্থিতি, অধিকার ও অর্থকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন বৃশ্চিক রাশির জাতিকারা। লক্ষ্য সিদ্ধির জন্য পূর্ণ চেষ্টা চালান তাঁরা। এমনকী কেরিয়ারের খাতিয়ে যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। নিজের স্বাধীনতাকে গুরুত্ব দেন। তবে বৃশ্চিক মহিলাদের ব্যবহারে তাদের উগ্র স্বভাব স্পষ্ট প্রতিফলিত হয়। তাঁরা জন্মজাত সমাজসেবী। সামজ পরিবর্তনেপ ইচ্ছা পোষণ করেন তাঁরা।কুম্ভ রাশির মহিলাসৃজনশীল ও উজ্জ্বল হন এই রাশির জাতিকারা। নতুন পরিকল্পনা ও বিচারধারার সঙ্গে যে কোনও ক্ষেত্রে প্রবেশ করেন তাঁরা। সবসময় জীবনশক্তি, তর্ক ও সহ্যশক্তিতে ভরপুর থাকেন কুম্ভ রাশির জাতিকারা। অপ্রত্যাশিত ও ব্যক্তিত্ব সম্পন্ন কুম্ভ রাশির জাতিকারা যে কোনও সমস্যার চমকপ্রদ ও অতি সৃজনশীল উত্তর খুঁজে আনেন। এমনকী বৈজ্ঞানিক সাফল্যেও উন্নতি করতে পারেন কুম্ভ রাশির জাতিকারা। পরিবেশ সংরক্ষণের বিষয় নানান অদ্ভূত পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন এই রাশির জাতিকারা।