সূর্যের নিকটে চলে আসার জন্য অস্ত যাবেন বৃহস্পতি। আগামিকাল (মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি) বৃহস্পতি গ্রহ অস্ত যাবেন। ১২ বছর পর কুম্ভ রাশিতে সূর্য এবং বৃহস্পতির যুতি তৈরি হতে চলেছে। তার প্রভাব ১২ টি রাশির উপরই পড়বে। কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। কয়েকটি রাশির জাতককে আবার সতর্ক থাকতে হবে।
কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন?
বৃহস্পতি অস্ত হওয়ার ফলে বৃষ, মিথুন, তুলা, ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। ওই ছ'টি রাশির জাতকের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তাঁদের পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁরা শুভ ফল লাভ করবেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। পালটে যাবে জীবন।
মিথুন রাশি- বৃহস্পতি অস্ত যাওয়ার ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্য পালটে যেতে পারে।
তুলা রাশি- তুলা রাশির জাতকদের অর্থ সঞ্চয়ের যোগ থাকবে। তাঁদের হাতে টাকা আসবে। বাড়বে সঞ্চয়।
ধনু রাশি- আপনি যদি কোনও লক্ষ্য স্থির করে থাকেন, তা পূরণ হবে।
মকর রাশি- মকর রাশির জাতকদের হাতে টাকা আসবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। তারইমধ্যে খরচও বাড়তে পারে।
কুম্ভ রাশি- হাতে টাকা আসবে। তার ফলে কুম্ভ রাশির জাতকদের আর্থিক অবস্থা মজবুত হবে।
কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে?
বৃহস্পতি অস্ত হওয়ায় চারটি রাশির (কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন) জাতকদের বাড়তি সতর্ক থাকতে হবে। অকারণে এড়িয়ে চলতে হবে ঝামেলা। অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। তাঁদের সতর্ক থাকতে হবে। যাবতীয় বিষয়ে দিকে সতর্ক থাকতে হবে ওই চার রাশির জাতকদের।