স্বপ্নের সংসার আমাদের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয়। আমরা এমন কিছু স্বপ্নও দেখি, যার সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনও সম্পর্কই নেই। আবার আমরা অনেক সময় নিজেকেও স্বপ্নে কোনও চরিত্র পালন করতে দেখি। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্নে নিজেকে দেখার কী অর্থ হতে পারে, তা-ও স্বপ্ন শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে।১. স্বপ্নে নিজেকে গরীব বা অর্থাভাবে দিন কাটাতে দেখেন, তা হলে ভয় পাবেন না। কারণ শীঘ্র অর্থ লাভ করতে চলেছেন আপনি। চাকরি ও ব্যবসায় শুভ ফলাফল প্রদান করে এমন স্বপ্ন। ধন-ধান্যে বৃদ্ধির দিকে ইঙ্গিত দেয়। ২. ঠান্ডা জলে স্নান করার বা কোথাও থেকে পরে যাওয়ার স্বপ্নকেও শুভ মনে করা হয়। নিশ্চিন্তে থাকুন, মহালক্ষ্মী আপনার ওপর প্রসন্ন আছেন।৩. আবার পাহাড় বা কোনও গাছে উঠছেন এমন স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ। কেরিয়ারে উন্নতির ইঙ্গিত বহন করে এ ধরনের স্বপ্ন। সুখ, সুবিধা বাড়তে পারে। ৪. আবার পুজো করার স্বপ্নের অর্থ আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ৫. আপনি কাঁদছেন, এমন স্বপ্নও স্বপ্ন শাস্ত্র মতে শুভ। জীবনে শীঘ্র উন্নতি লাভ করতে পারেন। আটকে থাকা টাকাও ফিরে পাবেন। ৬. আবার স্বপ্নে তারার মধ্যে নিজেকে দেখলে, সেই স্বপ্নও শুভ ইঙ্গিত দেয়। কোথাও থেকে অর্থ লাভ করতে পারেন আপনি। চাকরি ও ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেয় এমন স্বপ্ন।