বুধের গোচরের ফলে তৈরি হতে চলেছে ভদ্ররাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ৩১ ডিসেম্বর ধনু রাশিতে বক্রী অবস্থাতে প্রবেশ করবে বুধ। ২০২৩ সালের ১৮ জানুয়ারি, সন্ধ্যে ৬ টা ৮ মিনিটে বুধ মার্গী হয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে মকরে প্রবেশ করবেন। তারফলেই একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক সেই সমস্ত লাকি রাশির তালিকা।