Zodiacs With Great Fortune in December: টাকাকড়ির বর্ষণ কেউ রুখতে পারবে না! এই শুভ যোগে মেষ সহ বহু রাশি লাকি
Updated: 30 Nov 2023, 06:00 PM IST৩ ডিসেম্বর দুপুর ১ টা ১৩ মিনিটে সূর্য জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। আর ৯ ডিসেম্বর মঙ্গল ওই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারফলে পরাক্রম নামের যোগ তৈরি হবে। এই যোগের ফলে বহু রাশির জাতক জাতিকার মধ্যে পরাক্রম, সাহস দেখা যায়। দেখা যাক, এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখে নেওয়া যাক।
পরবর্তী ফটো গ্যালারি