রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার প্রধান কি জীবীত? রহস্যময় ভিডিয়ো প্রকাশ্যে
সদ্য বহুদিন ধরে তাঁর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠছিল। প্রশ্ন উঠছিল ইয়েভজেনি প্রিগোজিন জীবীত কি না, তা নিয়ে। তবে তারই মাঝে সামনে এলে এক ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলে দাবি করা হচ্ছে। পুতিনের রাশিয়ায় বিদ্রোহের ঝড় তোলা প্রিগোজিনকে নিয়ে এই ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে টেলিগ্রাম চ্য়ানেলে।
ভিডিয়োতে ওয়াগনার প্রধানকে দেখা যাচ্ছে সৈনিকদের স্বাগত জানাতে। সেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে, ইউক্রেন -রুশ যুদ্ধ 'অসম্মানের'। তবে কোন জায়গায় এই ভিডিয়ো বা প্রিগোজিন এখন কোথায়, তা জানা যায়নি।
ভিডিয়োয় তাঁকে বলতে দেখা যাচ্ছে, 'আমাদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের প্রয়োজন নেই। অপেক্ষা করতে হবে, যখন আমরা নিজেদের প্রমাণ করতে পারব।'
কিছুদিন আগেই বেলারুসের প্রধান লুকাশেনকো বলেছেন, ওয়াগনার প্রধান ও রুশ প্রেসিডেন্টের মধ্যে এক সমঝোতা তিনি করেছেন। তবে তারপর থেকে বহু দিন জনসমক্ষে দেখা যায়নি প্রিগোজিনকে।
সদ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে, ওয়াগনার বলে কিছু নেই। এরপর থেকেই ওয়াগনার প্রধান জীবীত কিনা, তা নিয়ে রয়েছে জল্পনা।