Hindustan Times
Bangla

IPL নিলামে অবিক্রিত ক্রিকেটার আয়ুষদের টপকে সব থেকে বেশি দাম পেলেন মুম্বই T20 লিগে

মুম্বই T20 লিগের নিলামে সব থেকে বেশি দাম পাওয়া ৬ জন ক্রিকেটারের তালিকায় চোখ রাখুন।

১. অথর্ব আঙ্কোলেকরকে ১৬ লক্ষ ২৫ হাজার টাকায় দলে নেন ঈগল থানে স্ট্রাইকার্স।

২. মুশির খানকে ১৫ লক্ষ টাকায় দলে নেয় আর্কস আন্ধেরি।

৩. সাইরাজ পাটিলকে ১৫ লক্ষ টাকায় দলে নেয় ঈগল থানে স্ট্রাইকার্স।

৪. আয়ুষ মাত্রেকে ১৪ লক্ষ ৭৫ হাজার টাকায় দলে নেয় ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট।

৫. অংকৃষ রঘুবংশীকে ১৪ লক্ষ টাকায় দলে নেয় সোবো মুম্বই ফ্যালকনস।

৬. শামস মুলানিকে ১৪ লক্ষ টাকায় দলে নেয় আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস।