By Laxmishree Banerjee
Published 25 Feb, 2025
Hindustan Times
Bangla
নেলপলিশ পরারও রয়েছে 'ইউনিক' কায়দা! দেখে নিন ৮টি ধাপ
পুরনো নেইলপলিশ পরিষ্কার করতে নেইলপলিশ রিমুভার (অ্যাসিটোন বা অ্যাসিটোন-মুক্ত) ব্যবহার করুন।
ক্লিপার এবং একটি নেইল ফাইল দিয়ে আপনার নখ কেটে ওভাল আকৃতি করে নিতে পারেন। কিউটিকলগুলি আলতো করে পিছনে ঠেলে দিন।
নখ পরিষ্কার করার জন্য একটি নেইল ব্রাশ ব্যবহার করুন। সেগুলি শুষ্ক এবং লিন্ট মুক্ত যেন হয়।
নখ রক্ষা করতে এবং পলিশ বজায় রাখতে বেস কোটের একটি পাতলা স্তর প্রয়োগ করে শুকাতে দিন।
আপনার পছন্দের রঙের নেইলপলিশের দু' টি পাতলা স্তর প্রয়োগ করুন। প্রতিটি কোট সম্পূর্ণরূপে শুকাতে দিন।
রিমুভার পেন বা তুলার বাড দিয়ে পলিশের কোনও ত্রুটি থাকলে, তা মুছে ফেলুন।
চকচকে, দীর্ঘস্থায়ী ফিনিশের জন্য টপ কোট দিয়ে নখে নেইলপলিশটি সিল করে নিন।
এরপর নখ শুকিয়ে গেলে, কিউটিকল তেল বা লোশন লাগাতে ভুলবেন না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন