Hindustan Times
Bangla

বিয়ের পর ১ বছর পার। প্রথম বিবাহ-বার্ষিকী সেলিব্রেশনে অর্পিতাকে নিয়ে ভাইজ্যাক ট্যুরে পৌঁছে গিয়েছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। সেই ট্যুরের একাধিক ছবি পোস্ট করেছেন টেলি দম্পতি।

ভাইজ্যাকে থটলাকোন্ডা সমুদ্র সৈকতে থাকা পাথড়ে প্রাকৃতিক খিলানের উপর উঠে একাধিক ছবি পোস্ট করেছেন স্বর্ণদীপ্ত- অর্পিতা।

থটলাকোন্ডা বৌদ্ধ মঠ সংলগ্ন এই সৈকতে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে এই টেলি দম্পতিকে।

থটলাকোন্ডা বৌদ্ধ মঠটি বিশাখাপত্তনম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভীমুনিপত্তনমের কাছে একটি পাহাড়ে অবস্থিত।

প্রসঙ্গত এই থটলাকোন্ডা প্রাচীন কলিঙ্গের প্রভাবের মধ্যেই পড়েছিল, যেটি শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্মের প্রচারের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল ।

২০২৩-এর ২৭শে নভেম্বর পরিণতি পেয়েছিল টেলি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলের প্রেম। সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলিপাড়ার এই দুই অভিনেতা।

বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন নর্থবেঙ্গলে। তবে এবার তাঁদের গন্তব্য ছিল অন্ধ্রপ্রদেশ।

ভাইজ্য়াকে বেড়াতে গিয়ে কৈলাসগিরি থেকেও বেশকিছু ছবি পোস্ট করেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা।