Hindustan Times
Bangla

নীলষষ্ঠী ২০২৫ কবে পড়ছে? তিথি দেখে নিন

নীলষষ্ঠী ২০২৫ উৎসব বাংলার নানান দিকে পালিত হয়। এই নীলষষ্ঠী ২০২৫ সালে কত তারিখে হবে, দেখে নেওয়া যাক।

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ১৩ এপ্রিল, ৩০ চৈত্রএই নীলষষ্ঠীর তিথি শুরু হচ্ছে। রবিবার প্রতিপদ তিথি শুরু ভোর ৫টা ৫২ মিনিট। 

এই দিনে অমৃত যোগ  সকাল ৬টা ১৩ মিনিট থেকে সকাল ৯টা ৩২ মিনিট।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত সেদিন থাকবে অমৃতযোগ ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারেও নীলষষ্ঠী পড়ছে ১৩ এপ্রিল, ৩০ চৈত্র।  

দিনটিতে মাহেন্দ্র যোগ থাকছে ভোর ৬টা ১২ মিনিট পর্যন্ত। ফের বেলা  বেলা ১২টা ৫৩ মিনিট থেকে ১টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ। 

এরপর সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট থেকে ৭টা ২৪ মিনিট পর্যন্ত, পুনরায় রাত ১২টা ১ মিনিট থেকে ৩টে ৪ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ।

এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।