Hindustan Times
Bangla

IPL-এর এক মরশুমে সব থেকে বেশি ওয়াইড বল, নিজেরই হতাশাজনক রেকর্ড ভাঙলেন পথিরানা

আইপিএলের একটি মরশুমে সব থেকে বেশি ওয়াইড করা বোলারদের তালিকায় চোখ রাখুন।

১. মাথিশা পথিরানা ২০২৫ আইপিএলে মোট ৩২টি ওয়াইড বল করেন।

২. মাথিশা পথিরানা ২০২৩ আইপিএলে মোট ৩১টি ওয়াইড বল করেন।

৩. প্রসিধ কৃষ্ণা ২০২২ আইপিএলে সাকুল্যে ৩০টি ওয়াইড বল করেন।

৪. ডেল স্টেইন ২০১০ আইপিএলে মোট ২৮টি ওয়াইড বল করেন।

অর্থাৎ, একটি আইপিএলে সব থেকে বেশি ওয়াইড বল করার নিরিখে নিজের ২০২৩ সালে গড়া হতাশাজনক নজিরকে এবছর টপকে যান পথিরানা।