Hindustan Times
Bangla

নতুন বিয়ের পর বাড়িতে ফের বিয়েবাড়ি, বিষয়টি নববিবাহিত মহিলাদের কাছে উপভোগ্য তো বটেই।

২০২৩-এর শেষের দিকে সাতপাকে বাঁধা পড়েন টেলি জুটি স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। আর এবার স্বর্ণদীপ্তর ভাইয়ের বিয়ের সানাই বেজেছে।

দেওরের বিয়ের গায়ে হলুদের সাজুগুজুর ছবি দিলেন অর্পিতা মণ্ডল।

দেওরের গায়ে হলুদে অর্পিতাও সেজেছেন হলুদ শাড়িতে।

ছবিগুলি পোস্ট করে অর্পিতা মণ্ডলের ক্যাপশান, ‘দেওর এর গায়ে হলুদ, ছবি তো মাস্ট’।

২০২৩-এর ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের জুটি অর্পিতা ও স্বর্ণদীপ্ত।

অর্পিতা তাঁর দেওরের বিয়ের রাতে ও বৌভাতে কেমন সাজগোজ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।