Hindustan Times
Bangla

কোরিয়ানদের মতো 'গ্লাস স্কিন' চান? ব্যবহার করুন এই অয়েল

রূপচর্চায় কোরীয় পদ্ধতি এখন বিশ্বজুড়ের ব্যাপক জনপ্রিয়। তাদের পদ্ধতি অনুসরণ করে হাতের নাগালে থাকা উপকরণ দিয়েই করে নেওয়া যাবে ত্বক-মুখত্বকের যত্ন।

গাজর দিয়ে তৈরি তেলে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটি ভিটামিন সি এবং ই-এ সমৃদ্ধ। গাজরের তেলে অ্যান্টি এজিং বৈশিষ্ট্যও থাকে।

নারকেল তেলের সঙ্গে গাজরের তেল মিশিয়ে মুখে মেসেজ করতে পারেন। এছাড়া মাটির মাস্কও কয়েক ফোঁটা মিশিয়ে ব্যবহার করা যায়।

কোরিয়ান মহিলারা তাঁদের বিউটি রুটিনে প্রচুর সিরাম অয়েল ব্যবহার করেন। সৌন্দর্যের রুটিন শুরু করে ক্লিনজিং অয়েল দিয়ে।

ক্লিনজিং অয়েল লাগিয়ে পুরো মুখে ভালো করে মেসেজ করুন। এতে মুখের জমে থাকা ময়লা উঠে আসবে। এরপর ভেজা ওয়াইপস দিয়ে মুখ পরিষ্কার করুন। দেখবেন মুখের সব ময়লা উঠে আসবে।

জোজোবা অয়েল ব্যবহারে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতে ভিটামিন বি, ভিটামিন ই এবং কপার সহ অনেক পুষ্টি উপাদান থাকে।

রাতে ঘুমানোর আগে জোজোবা অয়েল দিয়ে মুখে মেসেজ করুন। এছাড়া লেবুর রস, গ্লিসারিন মিশিয়ে মুখে লাগাতে পারেন।

আপনি যদি প্রাকৃতিক উপায়ে গ্লাস স্কিন পেতে চান তবে রোজশিপ তেল ব্যবহার শুরু করুন। রোজশিপ তেলে উচ্চ ওমেগা -৩, ভিটামিন ই এবং ভিটামিন এ রয়েছে, এগুলি সবই দাগ দূর করতে সাহায্য করে।