By Abhisake Koley
Published 8 Apr, 2025
Hindustan Times
Bangla
IPL 2025 Purple Cap: নূরকে ছুঁয়েও বেগুনি টুপি অধরা হার্দিকের, সেরা ৭-এ কারা?
আইপিএল ২০২৫-এর ২০তম লিগ ম্যাচের শেষে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কোন ৭ জন?
১. সিএসকের নূর আহমেদ ৪ ম্যাচে বল করে ১০টি উইকেট নিয়েছেন।
২. মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও ৪ ম্যাচে বল করে ১০টি উইকেট নিয়েছেন।
উইকেট সংখ্যা সমান। তবে ইকনমি রেটে নূরের থেকে পিছিয়ে। তাই আপাতত বেগুনি টুপি হাতছাড়া হার্দিকের।
৩. দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ৩ ম্যাচে বল করে ৯টি উইকেট নিয়েছেন।
৪. গুজরাট টাইটানসের মহম্মদ সিরাজ ৪ ম্যাচে বল করে ৯টি উইকেট নিয়েছেন।
৫. গুজরাট টাইটানসের সাই কিশোর ৪ ম্যাচে বল করে ৮টি উইকেট সংগ্রহ করেছেন।
৬. সিএসকের খলিল আহমেদও ৪ ম্যাচে বল করে ৮টি উইকেট নিয়েছেন।
৭. আরসিবির জোশ হেজেলউডও ৪ ম্যাচে বল করে ৮টি উইকেট সংগ্রহ করেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন