এদিকে, এরই মাঝে ভাইরাল হয়ে গিয়েছে আইআইটি বাবার বোর্ড পরীক্ষার মার্কশিট। দশম ও দ্বাদশ শ্রেণিতে বম্বে আইআইটির এই প্রাক্তনী কত নম্বর পেয়েছিলেন জানেন?
সোশ্যাল মিডিয়ায় সদ্য এসেছে আইআইটি বাবার মার্কশিটের ছবি। সেখানে দেখা যাচ্ছে, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তিনি ৯৩ শতাংশ পান, আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় তিনি পান ৯২.৪ শতাংশ।
বম্বে আইআইটির এই প্রাক্তনীর পরিচিতি রয়েছে অভয় সিং হিসাবে। IIT বম্বে থেকে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ বিটেক।
বআইআইটি বম্বেতে অভয় ২০০৮-২০১২ সালের ব্যাচের সদস্য। তাঁর JEE ব়্যাঙ্ক নিয়ে যদিও নিশ্চিত তথ্য আসেনি, তবে জানা গিয়েছে, তাঁর প্রাপ্ক স্থান ছিল ৭৩১।
বেশ কিছু তথ্যে জানা গিয়েছে আইআইটি বাবা ওরফে অভয় সিং ৩ বছর ছিলেন কানাডায়।
সদ্য ভারত পাক ম্যাচ নিয়ে তাঁর দাবি ছি, ভারত হারবে। যদিও সেই ভবিষ্যৎবাণী হয় কার্যকরী হয়নি বাস্তবে। তারপর থেকে আলোচনায় ফের আইআইটি বাবা।