Hindustan Times
Bangla

বৌদির প্রেমে পড়ে পালিয়ে বিয়ে! এই মুঘল সম্রাটের ইতিহাস অনেকেরই অজানা

মুঘলদের ইতিহাস ভারতের অনেকটা সময় জুড়ে রয়েছে।

দীর্ঘ সময় ধরে থাকার কারণে ভারতে মুঘলদের সংস্কৃতির অনেক প্রভাব পড়েছে।

এই মুঘলদেরই এক সম্রাট জড়িয়ে পড়েছিলেন বৌদির প্রেমে।

ভাইয়ের প্রেমিকাকে একবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বাবরের পুত্র হুমায়ুন।

প্রসঙ্গত, হামিদার রূপের খ্যাতি তখন দিকবিদিকে ছড়িয়ে পড়েছে।

সেই রূপেই মুগ্ধ হয়ে যান হুমায়ুন। ভাইয়ের প্রেমিকা হলেও সেসব নিয়ে ভাবেননি।

পরিবারের মধ্যেও এই নিয়ে বিতর্ক হয়। কিন্তু তা আটকাতে পারেনি হুমায়ুনকে। দুজনের নিকাহ সম্পন্ন হয় দ্রুত।