By Priyanka Bose
Published 12 Jul, 2023
Hindustan Times
Bangla
যা কিছু নিষিদ্ধ, গোপন সেখানেই রহস্য সবচেয়ে বেশি! কী হত মুঘলদের হারেমে
হারেমের কাহিনি মুঘল ইতিহাসে খুব বিখ্যাত। এই কাহিনি সম্পর্কে অনেকেরই আগ্রহ রয়েছে। যা কিছু নিষিদ্ধ, গোপন সেখানেই কুয়াশা সবথেকে বেশি ঘন হয়ে ওঠে।
কথিত আছে, মুঘল হারেম সম্রাটদের জন্য বদনামের জায়গা ছিল। তবে এখানে সম্রাটদের জন্য অনেক সুযোগ সুবিধাও ছিল।
কথিত আছে, সম্রাট ছাড়া মুঘল হারেমে কোনও পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। এখানে কেবল রাজমহিষীরাই থাকতেন তা নয়। উপপত্নী ও দাসীরাও থাকতেন।
রাণীরা এখানে থাকতেন। তাঁদের জন্য অনেক সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সব আরাম আয়েশ থাকার পরও কারও কারওএ কাছে হারেম ছিল অভিশাপের মতো।
একাধিক গবেষণা অনুসারে, হারেমে উপস্থিত মহিলাদের মধ্যে প্রতারণার একটি খোলামেলা খেলা চলত।
যদি রাজার কোনও দাসীকে বেশি পছন্দ হত, তবে রাণীরা প্রতারণার ছলে তাঁকে হত্যা করতেন।
এছাড়া কোনও রাণী অন্তঃসত্ত্বা হলে অন্য রাণীরা তাঁকে ঘৃণা করতে শুরু করতেন।
আসলে রাজার প্রিয় হতেন গর্ভবতী রাণী। প্রচুর ভালোবাসা পেতেন। এটা দেখেই অন্য রাণীদের কাছে সে চক্ষুশূল হয়ে উঠত।
গবেষণায় দেখা যায়, রাজার থেকে সরিয়ে আনার জন্য় অন্য রাণীরা গর্ভবতী রাণীকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টাও করতেন।
কোনও রাণী সন্তানের জন্ম দিলে সে হয়ে উঠত রাজার প্রিয় পাত্রী
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন