Hindustan Times
Bangla

নম্বর সেভ না করেই কীভাবে কল করবেন হোয়াটসঅ্যাপ? 

৯৯ শতাংশ মানুষ এই সহজ পদ্ধতিটি জানেন না। 

এর জন্য, কেবল হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন, কলিং বিভাগে যান এবং '+' আইকনে ট্যাপ করুন। 

এখানে  ‘Call a number’ বিকল্পটি নির্বাচন করুন এবং নম্বরটি লিখুন। 

যদি নম্বরটি হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, তাহলে আপনি সরাসরি কল করতে পারেন।

যদি এই ফিচার অ্যাপে উপলব্ধ না থাকে, তাহলে আপনি ব্রাউজার ব্যবহার করে নম্বরটি সেভ না করেই কল করতে পারবেন। 

এর জন্য, ক্রোম বা সাফারি ব্রাউজার খুলুন এবং অ্যাড্রেস বারে http://wa.me/91XXXXXXXXXX টাইপ করুন। 

এরপর Go টিপুন এবং WhatsApp খুললেই আপনি কল বা মেসেজ করতে পারেন।

এই ফিচার বিশেষ করে তাঁদের জন্য কার্যকর যাদের বারবার নতুন নম্বর থেকে চ্যাট বা কল করতে হয়।