By
Published 18 Apr, 2025
Hindustan Times
Bangla
IPL-এ বোলিংয়ে খারাপ এক রেকর্ড গড়েছেন হার্দিক পাণ্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রয়েছেন এবারের আইপিএলের পার্পেল ক্যাপের দৌড়ে
৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন হার্দিক, তবে আইপিএলের স্লগ ওভারে তাঁর পারফরমেন্স অত্যন্ত খারাপ
আইপিএলে ২০তম ওভারে যে সমস্ত বোলাররা কমপক্ষে ১০ ম্যাচে বোলিং করেছেন, তাঁদের মধ্যে হার্দিকের ইকোনমি সব থেকে খারাপ
২০তম ওভারে মোট ১৪.১ ওভার বোলিং করেছেন হার্দিক
সেখানে ২০৯ রান দিয়েছেন এই তারকা অলরাউন্ডার
২০তম ওভারে হার্দিকের ইকোনমি রেট ১৪.৭৫
১১টি চার এবং ১৯টি ছয় খেয়েছেন হার্দিক আইপিএলে ২০তম ওভারে বোলিং করতে এসে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন