Hindustan Times
Bangla

হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরই আসছে ২০২৫। এই বছরও ওটিটিতে আসতে চমক দেওয়া সব ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা। বছর শুরু আগেই বানিয়ে নিন আপনার ওয়াচলিস্ট।

আবারও নতুন বছরে চেনা অবতারে ফিরছেন মনোজ বাজপেয়ী। ২০২৫-এ আসছে তাঁর বহু প্রতীক্ষিত সিরিজ 'ফ্যামিলি ম্যান সিজন ৩'।  এটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। 

তাছাড়াও ২০২৫-এ শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালনায় আসছে 'স্টারডম'। সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে। শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর-সহ আরও অনেকেই দেখা যাবে এই সিরিজে।  

প্রথম সিজনের সাফল্যের পর আবারও কাজল ফিরছেন 'ট্রায়াল সিজন ২' নিয়ে।

নাগরাজ মঞ্জুলে পরিচালিত এবং বিজয় ভার্মা অভিনীত মটকা কিং' আসছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

রাজ অ্যান্ড ডিকে প্রযোজিত অ্যাকশন-প্যাকড সিরিজ 'রক্ত ব্রহ্মান্ড' আসছে। এখানে মূল ভূমিকায় দেখা যাবে আদিত্য রায় কাপুর ও সামান্থা রুথ প্রভুকে। নেট ফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

তাছাড়াও হরর ছবি ছোড়ি 'ছোরি' -এর সিজন ২ আসছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে নুসরাত ভরুচ্চা এবং সোহা আলি খানকে। এটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে।

সইফ আলি খান, নিকিতা দত্ত অভিনীত থ্রিলার 'জুয়েল থিফ' আসছে নতুন বছরে। নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।

তাছাড়াও নতুন বছরে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ক্রাইম থ্রিলার প্রীতম প্রেদ্রো। এখানে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে। সিরিজটি ডিজনি+হটস্টারে সম্প্রচারিত প্রবাহিত হবে।